The Ballpen
আফ্রিকা মহাদেশে কয়টি দেশ ও কী কী? - theballpen

আফ্রিকা মহাদেশে কয়টি দেশ ও কী কী?

4th Dec 2022 | আফ্রিকা মহাদেশ |

আফ্রিকা মহাদেশে ৫৪ টি দেশ আছে।

দেশগুলো হলোঃ

হোমমহাদেশআফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার উপায় - ইতিহাস, ভূপ্রকৃতি, রাজধানী, গুরুত্বপূর্ণ প্রশ্ন
আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার উপায় - ইতিহাস, ভূপ্রকৃতি, রাজধানী, গুরুত্বপূর্ণ প্রশ্ন
by - My Syllabus Notes on - ৮/২৭/২০২১ ০৯:৩০:০০ PM
এই পোস্টে আমরা আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম, ভূপ্রকৃতি, মানচিত্র ও কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো শুরু করা যাক -

আফ্রিকা মহাদেশ পরিচিতি :-
Table of Contents :-

1. পরিচিতি
2. ভূপ্রকৃতি
3 .মানচিত্র
4. দেশের নাম
5. মনে রাখার উপায়
6. গুরুত্বপূর্ণ প্রশ্ন

আফ্রিকা মহাদেশ আয়তনে দ্বিতীয় বৃহত্তম, এশিয়ার পর। এ মহাদেশের আয়তন ৩ কোটি ৩ লক্ষ ৪৩ হাজার ৫৭৮ বর্গকিলোমিটার। 

আফ্রিকা মহাদেশের জলবায়ু সবজায়গায় সমান নয়। সমুদ্রের ধারের জলবায়ু একরকম তো, সমুদ্র থেকে দূরে আরেকরকম। সমভূমিতে একরকম তো পাহাড়ের ওপরে আরেকরকম। এই মহাদেশ ৩৭° উত্তর অক্ষরেখা থেকে প্রায় ৩৫° দক্ষিণ অক্ষরেখা এবং ১৭° পশ্চিম দ্রাঘিমারেখা থেকে ৫১° পূর্ব দ্রাঘিমারেখা পর্যন্ত বিস্তৃত। 

এ মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে বিষুবরেখা বা নিরক্ষরেখা (Equator) অতিক্রম করেছে। নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হলেও উচ্চতার জন্য এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ। 

এ মহাদেশের উত্তরে ভূ-মধ্যসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর ও লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।

পূর্ব আফ্রিকাতেই পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল। ঊনবিংশ শতাব্দী পর্যন্ত আফ্রিকার বহু দেশ ইউরোপ এবং উত্তর আমেরিকার কিছু দেশের উপনিবেশ ছিল। 


আরও পড়ুন :- এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার সহজ উপায়


মহাদেশটির সর্বোচ্চ স্থান কিলিমাঞ্জারো (৫,৯৬৩ মিটার)। আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম বা সবচেয়ে বড় দেশ আলজেরিয়া (প্রায় ২৩ লক্ষ ৮১ হাজার ৭৪১ বর্গকিলোমিটার) এবং সবচেয়ে ছোট দেশ সেশেলিস (৩০৮ বর্গকিলোমিটার)। এ মহাদেশের দীর্ঘতম নদী নীলনদ (৬.৬৬৯ কিলোমিটার)। আফ্রিকা এবং ইউরোপ মহাদেশকে পৃথক করেছে ভূ-মধ্যসাগর। এ মহাদেশে বসবাসকারী মোট জনসংখ্যা ১,২০৩ মিলিয়ন (২০১৬)।
আফ্রিকা মহাদেশ

প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল ও হিংস্র জন্তুর ভয় ইত্যাদি কারণের জন্য বহুদিন পর্যন্ত এই মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছাতে পারেনি, এইজন্য আফ্রিকা মহাদেশ কে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো।

পৃথিবীর কৃষি উৎপাদনের 3 শতাংশ, খনিজ পদার্থের 5 শতাংশ, বাণিজ্যের 5 শতাংশ এই মহাদেশ থেকে আসে। পৃথিবীর রেলপথের 5 শতাংশ এদেশে বিস্তৃত। আবার এই মহাদেশ গোটা পৃথিবীর 22 শতাংশ স্থান জুড়ে থাকলেও এখানে বিশ্বের মাত্র 13 শতাংশ লোক বাস করেন।

আরও পড়ুন :- মহাদেশ ও মহাসাগর কয়টি ও কি কি


আফ্রিকা মহাদেশের ভূপ্রকৃতি :-
আফ্রিকা মহাদেশের ভূ-প্রাকৃতিক মানচিত্রটার দিকে তাকালে একেবারে উত্তর-পশ্চিম দিকে আটলাস পর্বতমালা দেখা যাবে। আটলাস হিমালয় পর্বতমালার মতো উঁচু বা বিশাল নয়। আটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ হলো মাউন্ট তৌবকল (৪,১৬৫মি.)।

মহাদেশটি কৃষিপ্রধান। নীল উপত্যকা ছাড়া এখানে তেমন কোন লোভনীয় চাষের জমি খুব একটা নেই। বহুদিন ধরেই নীলনদ মিশরবাসীদের বিভিন্ন চাহিদা পূরণ করে আসছে। এইসব কারণেই এখানে জনঘনত্ব বেশি। যুক্তরাষ্ট্রের মত আয়তন বিশিষ্ট সাহারা মরুভূমি বলতে গেলে জনহীন মরুদ্যানগুলোকে আশ্রয় করে কিছু কিছু ছোট গ্রাম গড়ে উঠেছে। দক্ষিণ আফ্রিকার কালাহারিতে নিকৃষ্ট লতাগুল্ম মহাদেশের এক-তৃতীয়াংশ জায়গা জুড়ে আছে।

প্রকৃতির সঙ্গে তাল মিলিয়েই হয়তো এখানকার বড় নদী উপত্যকাগুলোতে ঘনবসতি গড়ে ওঠেনি। আবার একটানা লম্বা খরার কারণে নদী থেকে সময়মত সেচের জল পাওয়া যায় না। আবার নদীতে নৌকা চলাচলও সম্ভব হয় না। এ কারণে ওরেঞ্জ (Orange) ও উচ্চ (Upper) জাম্বিয়া অববাহিকায় বসতি ঘন নয়। দক্ষিণ ও দক্ষিণ-মধ্য আফ্রিকায় খনিজ সম্পদ ও বসতির মধ্যে একটা সম্পর্ক আছে। ঐ সব অঞ্চলে (নীলনদ উপত্যকা বাদ দিয়ে) জনঘনত্ব ও গড় বাৎসরিক বৃষ্টিপাতের মধ্যে একটা সম্পর্ক লক্ষ্য করা যায়।

আরও পড়ুন :- ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম

‌আফ্রিকা মহাদেশের ইতিহাস জানা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা অনেক ঐতিহাসিকদের মতে মানব সভ্যতার সূচনা হয় এই ‌আফ্রিকা মহাদেশ থেকেই।

আফ্রিকা মহাদেশের মানচিত্র :-
আফ্রিকা মহাদেশের মানচিত্র বাংলায় দেখে পড়লে তা আমাদের মনে রাখতে সুবিধা হবে এবং একবার যদি আফ্রিকা মহাদেশের মানচিত্র মনে মধ্যে গেঁথে নিতে পারো তবে আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম খুব সহজেই মনে থাকবে। এর জন্য তোমরা গুগল ম্যাপ এর সাহায্য নিতে পারো।

 

আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম :-
আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার উপায় স্বরূপ তোমরা এই মহাদেশের কিছু ছোট ছোট খন্ড করে মনে রাখতে পার অথবা English alphabet অনুযায়ী আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার উপায় বের করা যায়। নীচে আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম English alphabet অনুযায়ী প্রত্যেকটি দেশের নাম, রাজধানী, প্রধান ভাষা, মুদ্রা, যে দেশের অধীনে ছিল এবং কবে স্বাধীন হয়েছে তা দেওয়া হল আশা করি তোমাদের ভালো লাগবে।

1 - Algeria / আলজেরিয়া
রাজধানী :- আলজিয়ার্স
প্রধান ভাষা :- আরবি
মুদ্রা :- দিনার
অধীনে ছিল :- ফ্রান্স
স্বাধীনতা দিবস :- ৫ জুলাই, ১৯৬২

2 - Angola / অ্যাঙ্গোলা
রাজধানী :- লুয়ান্ডা
প্রধান ভাষা :- পর্তুগিজ
মুদ্রা :- কোয়ানজা
অধীনে ছিল :- পর্তুগাল
স্বাধীনতা দিবস :- ১১ নভেম্বর, ১৯৭৫

3 - Benin / বেনিন
রাজধানী :- পোর্টো-নোভো
প্রধান ভাষা :- ফ্রেঞ্চ
মুদ্রা :- ফ্রাংক
অধীনে ছিল :- ফ্রান্স
স্বাধীনতা দিবস :- ১ আগস্ট, ১৯৬০

4 - Botswana / বতসোয়ানা
রাজধানী :- গ্যাবরোন
প্রধান ভাষা :- ইংরেজি
মুদ্রা :- পুলা
অধীনে ছিল :- ইংল্যান্ড
স্বাধীনতা দিবস :- ৩০ সেপ্টেম্বর, ১৯৬৬
আরও পড়ুন :- বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা

5 - Burkina Faso / বারকিনা বাসো
রাজধানী :- উয়াগাদুগু
প্রধান ভাষা :- ফ্রেঞ্চ
মুদ্রা :- ফ্রাংক
অধীনে ছিল :- ফ্রান্স
স্বাধীনতা দিবস :- ৫ আগস্ট, ১৯৬০

6 -Burundi / বরুন্ডি
রাজধানী :- বুজুম্বুরা
প্রধান ভাষা :- ফ্রেঞ্চ
মুদ্রা :- ফ্রাংক
অধীনে ছিল :- বেলজিয়াম
স্বাধীনতা দিবস :- ১ জুলাই, ১৯৬২

7 - Capo Verde / কেপ ভার্দে
রাজধানী :- প্যারায়া
প্রধান ভাষা :- পর্তুগিজ
মুদ্রা :- এসকুদো
অধীনে ছিল :- পর্তুগাল
স্বাধীনতা দিবস :- ৫ জুলাই, ১৯৭৫

8 - Cameroon / ক্যামেরুন
রাজধানী :- ইয়াওউন্ডে
প্রধান ভাষা :- ইংরেজি
মুদ্রা :- ফ্রাংক
অধীনে ছিল :- ফ্রান্স
স্বাধীনতা দিবস :- ১ জুলাই, ১৯৬০

9 - Central African Republic / মধ্যে আফ্রিকান প্রজাতন্ত্র
রাজধানী :- বানগুই
প্রধান ভাষা :- ফ্রেঞ্চ, স্যানঘো
মুদ্রা :- ফ্রাংক
অধীনে ছিল :- ফ্রান্স
স্বাধীনতা দিবস :- ১৫ আগস্ট, ১৯৬০

এর পরবর্তী দেশগুলোর রাজধানী, প্রধান ভাষা, মুদ্রা, যে দেশের অধীনে ছিল এবং কবে স্বাধীন হয়েছে তা না লিখে, সেই ফরম্যাট অনুযায়ী লেখা হল।

10 - Chad / চাদ
ফোর্ট ল্যামি
ফরাসি
ফ্রাংক
ফ্রান্স
১১ আগস্ট, ১৯৬০

11 - Comoros / কমোরোস
মোরোনি
আরবি, কামেরিয়ান
কামোরান ফ্রাংক
ফ্রান্স
১৫ আগস্ট, ১৯৬০

12 - Congo, Democratic Republic of the / কঙ্গো গনতন্ত্র
কিনশাসা
ফ্রেঞ্চ
ফ্রাংক
বেলজিয়াম থেকে
৩০শে জুন ১৯৬০

13 - Congo, Republic of the / কঙ্গো প্রজাতন্ত্র
ব্রাজাভিল
ফরাসি
ফ্রাংক
ফ্রান্স
১৫ আগস্ট, ১৯৬০

14 - Côte d'Ivoire / কোত দিভোয়ার বা আইভরি কোস্ট
ইয়ামুসুক্রো
ফ্রেঞ্চ
ফ্রাংক
ফ্রান্স
৭ আগস্ট, ১৯৬০

15 - Djibouti / জিবুতি
জিবুতি
আরবি, ফ্রেঞ্চ
ফ্রাংক
ফ্রান্স
২৭ জুন, ১৯৭৭

16 - Egypt / মিশর
কায়রো
আরবি
মিশরীয় পাউন্ড
ইংল্যান্ড
২৮ ফ্রেব্রুয়ারি, ১৯২২

17 - Equatorial Guinea / ইকোয়েটরিয়াল গিনি
মালাবু
স্পেনীয় ভাষা, পর্তুগিজ ভাষা, ফরাসি ভাষা
ফ্রাংক
স্পেন
১২ই অক্টোবর ১৯৬৮

18 - Eritrea / ইরিত্রিয়া
আসমারা
আরবি
নাকফা
ইথিওপিয়া
২৪ মে, ১৯৯৩

19 - Eswatini (formerly Swaziland) / সাজিল্যান্ড বা ইসোয়াতিনি
লোবাম্বা
ইংরেজি, সোয়াজি
দক্ষিণ আফ্রিকান রেন্ড, সোয়াজি লিলাঙ্গেনি
ইংল্যান্ড
৬ সেপ্টেম্বর, ১৯৬৮

20 - Ethiopia / ইথিওপিয়া
আদ্দিস আবাবা
অ্যামহারিক
ডলার
সম্রাট শাসনামল

21 - Gabon / গ্যাবোন
লিব্রোভিলে
ফ্রেঞ্চ
ফ্রাংক
ফ্রান্স
১৭ আগস্ট, ১৯৬০

22 - Gambia / গাম্বিয়া
বানজুল
ইংরেজি
দালাসি
ইংল্যান্ড
১৮ ফ্রেব্রুয়ারি, ১৯৬৫

23 - Ghana / ঘানা
আক্রা
ইংরেজি
ঘানাইয়ানসিডি
ইংল্যান্ড
৬ মার্চ, ১৯৫৭

24 - Guinea / গিনি
কোনক্রি
ফ্রেঞ্চ
ফ্রাংক
ফ্রান্স
২রা অক্টোবর ১৯৫৮

25 - Guinea-Bissau / গিনি বিসাউ
বিসাউ
পর্তুগাল
ফ্রাংক
পর্তুগাল
২৪ সেপ্টেম্বর, ১৯৭৩

26 - Kenya / কেনিয়া
নাইরোবি
সোহাহিলি
কেনিয়ান সিলিং
ইংল্যান্ড
১২ ডিসেম্বর, ১৯৬৩

27 - Lesotho / লেসোথো
ম্যাসেরু
সোসোথা
লোটি
দক্ষিণ আফ্রিকা
৪ অক্টোবর, ১৯৬৬

28 - Liberia / লিবেরিয়া
মনরোভিয়া
ইংরেজি
নাইরোবিয়ান ডলার
আমেরিকা
২৬ জুলাই, ১৮৪৭

29 - Libya / লিবিয়া
ত্রিপোলি
আরবি
লিবিয়ান দিনার
ইতালি
২৪ ডিসেম্বর, ১৯৫১

30 - Madagascar / মাদাগাস্কার
আনতানানারিভা
ইংরেজি, ফ্রেঞ্চ
এরিয়ারি
ফ্রান্স
২৬ জুন, ১৯৬০

31 - Malawi / মালাই
লিলানগিয়ে
চিওয়া
কোয়াচা
ইংল্যান্ড
৬ জুলাই, ১৯৬৪

32 - Mali / মালি
বামাকা
ফ্রেঞ্চ
ফ্রাংক
ফ্রান্স
২২ সেপ্টেম্বর, ১৯৬০

33 - Mauritania / মৌরিতানিয়া
নোয়াকচট
আরবি
উগুইয়া
ফ্রান্স
২৮ নভেম্বর, ১৯৬০

34 - Mauritius / মৌরিতোস
পোর্ট লুইস
ইংরেজি
মরিশিয়ান রুপি
ইংল্যান্ড
১২ জুলাই, ১৯৬৮

35 - Morocco / মরোক্কো
রাবাত
আরবি
দিরহাম
ফ্রান্স
২ মার্চ, ১৯৫৬

36 - Mozambique / মোজাম্বিক





Related

আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশের নাম কী?

আফ্রিকার সবচেয়ে বড় দেশ আলজেরিয়া। 



Related

আফ্রিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি?

আফ্রিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশ সিচেলিস

Seychelles is the smallest country in Africa overall, with The Gambia being the smallest country on continental Africa.



Related

তিউনিসিয়া কোন মহাদেশে অবস্থিত?

তিউনিসিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত। 



Related

নাইজেরিয়া কোন মহাদেশে অবস্থিত?

নাইজেরিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত। 



Related

ক্যামেরন দেশটি কোন মহাদেশে অবস্থিত?

ক্যামেরুন, দেশটির সরকারি নাম ক্যামেরুন প্রজাতন্ত্র, পশ্চিম-মধ্য আফ্রিকার একটি দেশ।

এটির পশ্চিম এবং উত্তরে নাইজেরিয়া; উত্তর-পূর্বে চাদ; পূর্বে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র; এবং দক্ষিণে নিরক্ষীয় গিনি, গ্যাবন এবং কঙ্গো প্রজাতন্ত্র।

এর উপকূলরেখা বিয়াফ্রার বাইট, গিনি উপসাগর এবং আটলান্টিক মহাসাগরের অংশে অবস্থিত।

পশ্চিম ও মধ্য আফ্রিকার সংযোগস্থলে দেশটির কৌশলগত অবস্থানের কারণে দেশটিকে কখনও কখনও পশ্চিম আফ্রিকান এবং অন্য সময় মধ্য আফ্রিকান হিসাবে চিহ্নিত করা হয়। এর প্রায় ২৫ মিলিয়ন মানুষ ২৫০ টি স্থানীয় ভাষায় কথা বলে।