Theballpen
AFTA কোন অঞ্চলের মুক্ত বাণিজ্য চুক্তি? - theballpen

AFTA কোন অঞ্চলের মুক্ত বাণিজ্য চুক্তি?

23rd Jun 2022 | আন্তর্জাতিক |


AFTA (ASEAN Free Trade Area) হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।

১৯৯২ সালের ২৮ জানুয়ারি চতুর্থ আসিয়ান সামিটে AFTA চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৯৩ সালের ১ জানুয়ারি ছয়টি দেশের সমন্বয়ে AFTA যাত্রা শুরু করে।

AFTA এর বর্তমান সদস্য সংখ্যা ১০টি।
এগুলো হলো:
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া
- ফিলিপাইন
- সিঙ্গাপুর
- ভিয়েতনাম
- কম্বোডিয়া
- লাওস
- থাইল্যান্ড
- ব্রুনাই এবং
- মায়ানমার।


Related Post

জাতিসংঘ নামকরণ করেন কে?
UNCTAD-এর পরবর্তী সম্মেলন (The UNCTAD Conference) কোন দেশে অনুষ্ঠিত হবে?
AIIB এর বর্তমান অনুমোদিত সদস্য সংখ্যা কতটি?
AIIB এর বর্তমান প্রেসিডেন্ট কে?
ANZUS
ANZUS এর সদস্য সংখ্যা কত ?
ANZUS কোন ধরনের সংগঠন?
APEC
APEC এর উদ্যোক্তা ছিলেন-
APEC কবে গঠিত হয়?