Theballpen
APEC - theballpen

APEC

29th Jun 2022 | আন্তর্জাতিক |


APEC (Asia Pacific Economic Co-operation) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি অর্থনৈতিক ও বাণিজ্যিক জোট। এটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর সিঙ্গাপুর সিটিতে অবস্থিত। এর সদস্য ২১ টি। প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি। এপেকের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ৬-৭ নভেম্বর ১৯৮৯। ২০১৯ সালে এপেক সম্মেলন চিলির সান্তিয়াগো শহরে অনুষ্ঠিত হয়। ২০২০ সালের এপেক সম্মেলনের আয়োজক মালয়েশিয়া।


Related Post

জাতিসংঘ নামকরণ করেন কে?
UNCTAD-এর পরবর্তী সম্মেলন (The UNCTAD Conference) কোন দেশে অনুষ্ঠিত হবে?
AFTA কোন অঞ্চলের মুক্ত বাণিজ্য চুক্তি?
AIIB এর বর্তমান অনুমোদিত সদস্য সংখ্যা কতটি?
AIIB এর বর্তমান প্রেসিডেন্ট কে?
ANZUS
ANZUS এর সদস্য সংখ্যা কত ?
ANZUS কোন ধরনের সংগঠন?
APEC এর উদ্যোক্তা ছিলেন-
APEC কবে গঠিত হয়?