22nd Jun 2022 | আন্তর্জাতিক |
BENELUX হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট।
এটির সদরদপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।
বেনেলাক্স কাস্টমস ইউনিয়ন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৪৪ সালের ৫ সেপ্টেম্বর যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি কার্যকর হয়। বেনেলাক্স ইকোনমিক ইউনিয়ন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৫৮ সালের ৩ ফেব্রুয়ারি।