23rd Jun 2022 | আন্তর্জাতিক |
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA (International Atomic Energy Agency) বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি। তিনি ৩ ডিসেম্বর ২০১৯ থেকে দায়িত্ব পালন করছেন।
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- IAEA এর সদরদপ্তর ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি। সর্বশেষ সদস্য সামোয়া।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।