কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থগুলো কী কী?
কাজী নজরুল ইসলামের ২০ টি কাব্যগ্রন্থ
১) সর্বহারা
২) অগ্নিবীণা ( সেপ্টেম্বর, ১৯২২ খ্রি. : কবির প্রথম কাব্যগ্রন্থ
৩) মরুভাস্কর ( হযরত মুহাম্মদ ( সা: ) এর জীবন ভিত্তিক ।
৪ ) দোলনচাপা ( ১৯২৩ খ্রি. প্রেমের কাব্য )
৫) ঝিঙেফুল ৬) ফনি-মনসা
৭) ছায়ানট
৮) বিষের বাঁশি
৯) ভাঙ্গার গান
১০) চক্রবাক
১১) সঞ্চিতা ( রবীন্দ্রনাথ ঠাকুর কে উৎসর্গ করেন )
১২) চিত্রনামা ( দেশবন্ধু মিত্তরঞ্জন দাশের জীবনভিত্তিক )
১৩) সন্ধ্যা ( এই কাব্য গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা গাহি তাহাদের গান, চল্ চল্ চল্, জীবন-বন্দনা )
১৪) নতুন চাঁদ ( শেষ কাব্য )
১৫) চন্দ্রবিন্দু ( হাসি ও ব্যঙ্গের কাব্য )
১৬) সিন্ধু - হিন্দোল ( একটি প্রেমের কাব্য )
১৭) পুবের হাওয়া
১৮) জিঞ্জির
১৯) সাম্যবাদী
২০) প্রলয় - শিখা