The Ballpen
UNIDO এর সদরদপ্তর কোন শহরে অবস্থিত? - theballpen

UNIDO এর সদরদপ্তর কোন শহরে অবস্থিত?

23rd Jun 2022 | আন্তর্জাতিক |

- জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা UNIDO (United Nations Industrial Development Organization) এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- এটি ১৯৬৬ সালের ১৭ নভেম্বর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৫ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বাংলাদেশ ১৯৮৫ সালের ২৮ জুন UNIDO এর সদস্যপদ লাভ করে।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭০টি দেশ।
- বর্তমান মহাপরিচালক চীনের লি ইয়ং।



Related Post


দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
আমেরিকা কত তারিখে জাপানের হিরোশিমায় পারমানবিক বোমা নিক্ষেপ করে?
ডেজার্ট ফক্স নামে পরিচিত ছিলেন কে?
ইহুদি, ইসলাম এবং খ্রিস্টান ধর্মের পবিত্র স্থান কোনটি?
ভার্সাই চুক্তি অনুযায়ী জার্মানিকে ইউপেন ও মালমেডি শহর কোন দেশের নিকট হস্তান্তরের নির্দেশ দেয়া হয়?
জাপান পার্ল হারবার আক্রমন করে কত তারিখে?
শিখধর্মের প্রবর্তক কোথায় জন্মগ্রহণ করেন?
শাত-ইল-আরবকে কেন্দ্র করে কোন দুটি দেশের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়?
কত সালে খন্দকের যুদ্ধ সংঘটিত হয়?
ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন কোন মার্কিন প্রেসিডেন্ট?