কক্সবাজার জেলায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কারা?
4th Dec 2022 | কক্সবাজার জেলা |
কক্সবাজার জেলায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব :
- বিচারপতি আমিরুল কবির চৌধুরী - সাবেক বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সাবেক চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার কমিশন ।
- সালাহউদ্দিন আহমেদ - সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী (স্বাধীনতাত্তোর প্রথম মন্ত্রী), সাবেক তিনবারের সাংসদ, সাবেক জনপ্রশাসন কর্মকর্তা। বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য।
- এডভোকেট খালেকুজ্জামান - সাবেক এমপি। জনপ্রিয় রাজনীতিবিদ।
- খাঁন বাহাদুর মোস্তাক আহমেদ চৌধূরী - সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান।
- দিদারুল আলম চৌধুরী -সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রামু ।
- লুৎফুর রহমান কাজল -প্রাক্তন নির্বাচিত সাংসদ(২০০৯-২০১৪)। বিশিষ্ট রাজনীতিবিদ। শিল্পোদ্যোক্তা।
- আশেক উল্লাহ রফিক –– রাজনীতিবিদ।
- ইলিয়াস কোবরা
- ওসমান সরওয়ার আলম চৌধুরী –– রাজনীতিবিদ।[
- খোরশেদ আরা হক –– রাজনীতিবিদ।
- ছিদ্দিক আহমদ –– ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ, পূর্ব বাংলা আইনসভার সদস্য (খতিবে আযম)।
- জাফর আলম চৌধুরী –– রাজনীতিবিদ ,প্রাদেশিক পরিষদের সদস্য ।
- সুশান্ত ত্রিপুরা:-ফুটবল খেলোয়ার।
- তৌহিদুল আলম সবুজ –– ফুটবলার।
- নুরুল হুদা –– বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
- ফরিদ আহমদ –– ডাকসুুু'র সাবেক ভিপি এবং পাকিস্তানের সাবেক মন্ত্রী।
- মমিনুল হক –– ক্রিকেটার।
- এ.টি.এম. জাফর আলম - স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত
- ওবায়দুল্লাহ হামযাহ - ইসলামী চিন্তাবিদ ও অর্থনীতিবিদ
- মুহম্মদ নূরুল হুদা –– কবি, ঔপন্যাসিক ও সাহিত্য সমালোচক
- শফিউল আলম –– মন্ত্রিপরিষদ সচিব।
- শাহীন আক্তার –– রাজনীতিবিদ।
- শিরিন আক্তার –– শিক্ষাবিদ।
- সত্যপ্রিয় মহাথের –– বৌদ্ধ পণ্ডিত।
- সাইমুম সরওয়ার কমল –– রাজনীতিবিদ।
- হেলালুদ্দীন আহমদ –– স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব।
- শাহজাহান চৌধুরী - রাজনীতিবিদ।
Related
কক্সবাজার জেলার নামকরণ
কক্সবাজারের প্রাচীন নাম পালংকী । একসময় এটি প্যানোয়া নামে পরিচিত ছিল। প্যানোয়া শব্দটির অর্থ ‘হলুদ ফুল’।অতীতে কক্সবাজারের আশপাশের এলাকাগুলো এই হলুদ ফুলে ঝকমক করত। এটি চট্টগ্রাম থেকে ১৫৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
ইংরেজ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স ১৭৯৯ খ্রিঃ এখানে একটি বাজার স্থাপন করেন । কক্স সাহেবের বাজার হতে কক্সবাজার নামের উৎপত্তি
Related
কক্সবাজার জেলার জনসংখ্যা কত?
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কক্সবাজার জেলার মোট জনসংখ্যা ২২,৮৯,৯৯০ জন। এর মধ্যে পুরুষ ১১,৯৭,০৭৮ জন এবং মহিলা ১০,৯২,৯১২ জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৯২০ জন।
কক্সবাজার জেলার ধর্মবিশ্বাস-২০১১
ইসলাম (৯৩%)
হিন্দু ধর্ম (৫%)
বৌদ্ধ ধর্ম (১.৮%)
খ্রিস্ট ধর্ম (০.২%)
ধর্মবিশ্বাস অনুসারে এ জেলার মোট জনসংখ্যার ৯৩% মুসলিম, ৫% হিন্দু এবং ২% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী।
Related
কক্সবাজার জেলার অবস্থান ও সীমানা
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২০°৩৫´ থেকে ২১°৫৬´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫০´ থেকে ৯২°২৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে কক্সবাজার জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ৪০২ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১৪৩ কিলোমিটার। এ জেলার উত্তরে চট্টগ্রাম জেলা; পূর্বে বান্দরবান জেলা, নাফ নদী ও মায়ানমারের রাখাইন প্রদেশ এবং দক্ষিণে ও পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।