প্রাচীনকাল থেকেই কক্সবাজার উপজেলা জনেগাষ্ঠী ক্রীড়ামোদী। এখানে প্রতিবছরই বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এখানকার জনপ্রিয় খেলার মধ্যে বর্তমানে ক্রিকেট ও ফুটবলের আধিপত্য দেখা গেলেও অন্যান্য খেলার মধ্যে বলী খেলা (কুস্তি) পিছিয়ে নেই প্রতি বছর বৈশাখ মাসে বিভিন্ন ইউনিয়নে এই খেলা অনুষ্ঠিত হয় । কক্সবাজার বেশ কয়েকটি খেলার মাঠ রয়েছে এর মধ্যে কক্সাবাজার বীর শ্রেষ্ট রুহুল আমীন স্টেডিয়াম,কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠ ,কক্সবাজার সরকারী কলেজ মাঠ,খুরুশকুল ডেইল পাড়া খেলার মাঠ উল্যেখযোগ্য।
সমুদ্র দর্শণ, ঘুড়ি উৎসব, রাখাইন সাংগ্রেং খেলা এবং নৌকা বাইচ এই অঞ্চলের মানুষকে বিনোদনের উৎসবে মাতিয়ে রাখে। রাখাইন সম্প্রদায়ের পানি খেলার উৎসব ও কম নয়।
(ক)গোল্ডকাপ ফুটবল
(খ) প্রিমিয়ার ফুটবল লীগ
(গ) ১ম বিভাগ ফুটবল লীগ
কক্সবাজারশহরের নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের তালিকাঃ
কবিসংগঠনঃ কবিতা বাংলা
সাহিত্য সংগঠনঃ কক্সবাজার সাহিত্য একাডেমী
নাট্য সংগঠনঃ
কক্সবাজার থিয়েটার
ঝিনুক নাট্য কেন্দ্র
গণমুখ থিয়েটার
রিঙ্গন থিয়েটার
থিয়েটার আর্ট
হেমন্তিকা সাংস্কৃতিক সংসদ
উদীচি শিল্পী গোষ্ঠী
ঝংকার শিল্পী গোষ্ঠী
রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ
আবৃত্তি সংগঠন:
শব্দায়ন আবৃত্তি একাডেমী
অ-আ আবৃত্তি সংসদ
লোক গবেষণা প্রতিষ্ঠান:লোক বাংলা
শিশু কিশোর সংগঠন:
ঝিনুকমালা খেলাঘর আসর
সৈকত খেলাঘর আসর
ঝাউবিথি খেলাঘর আসর
বেলাভূমি আসর
সাংস্কৃতিক প্রতিষ্ঠান :
কক্সবাজার ইন: ও পাবলিক লাইব্রেরী
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র
জেলা শিল্পকলা একাডেমী
জেলা শিশু একাডেমী
কক্সবাজারের প্রাচীন নাম পালংকী । একসময় এটি প্যানোয়া নামে পরিচিত ছিল। প্যানোয়া শব্দটির অর্থ ‘হলুদ ফুল’।অতীতে কক্সবাজারের আশপাশের এলাকাগুলো এই হলুদ ফুলে ঝকমক করত। এটি চট্টগ্রাম থেকে ১৫৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
ইংরেজ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স ১৭৯৯ খ্রিঃ এখানে একটি বাজার স্থাপন করেন । কক্স সাহেবের বাজার হতে কক্সবাজার নামের উৎপত্তি
কক্সবাজার জেলা পৌরসভা : ৪টি
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কক্সবাজার জেলার মোট জনসংখ্যা ২২,৮৯,৯৯০ জন। এর মধ্যে পুরুষ ১১,৯৭,০৭৮ জন এবং মহিলা ১০,৯২,৯১২ জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৯২০ জন।
কক্সবাজার জেলার ধর্মবিশ্বাস-২০১১
ইসলাম (৯৩%)
হিন্দু ধর্ম (৫%)
বৌদ্ধ ধর্ম (১.৮%)
খ্রিস্ট ধর্ম (০.২%)
ধর্মবিশ্বাস অনুসারে এ জেলার মোট জনসংখ্যার ৯৩% মুসলিম, ৫% হিন্দু এবং ২% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২০°৩৫´ থেকে ২১°৫৬´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫০´ থেকে ৯২°২৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে কক্সবাজার জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ৪০২ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১৪৩ কিলোমিটার। এ জেলার উত্তরে চট্টগ্রাম জেলা; পূর্বে বান্দরবান জেলা, নাফ নদী ও মায়ানমারের রাখাইন প্রদেশ এবং দক্ষিণে ও পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।