কালাই উপজেলার শেষ সীমানা, মাত্রাই ইউনিয়নের বানদিঘী গ্রামের উপর দিয়ে প্রবাহিত কানমোনা-হারাবতি খাল।এক সময়ের ক্ষরস্রোতা নদী এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এলাকার ব্যাবসা বানিজ্য ।
তুলসীগঙ্গাঃ জয়পুরহাট সদর উপজেলা , ক্ষেতলাল উপজেলা এবং আক্কেলপুর উপজেলা ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে, তুলসীগঙ্গা নদীর উপর ব্রীজ দিয়ে জয়পুরহাট সদর থেকে কালাই এবং ক্ষেতলাল উপজেলা সাথে যোগাযোগ সহজ হয়েছে।
১৯৭১ সালে জয়পুরহাট জেলা (তৎকালীন জয়পুরহাট মহুকুমা) ৭ নং সেক্টরের অধীনে ছিল। এই সেক্টরটি নিয়ন্ত্রণ করতেন মেজর নাজমুল হক বীর উত্তম (১৮ মার্চ ১৯৭১ – ২৭ সেপ্টেম্বর ১৯৭১) এবং মেজর কাজী নূরুজ্জামান বীর উত্তম (২৭ সেপ্টেম্বর ১৯৭১ – ডিসেম্বর ১৯৭১)।
কঁচুর লতি, আলু,সোনালী মুরগী, এবং চুনাপাথর এর জন্য জয়পুরহাট জেলা সরা বাংলাদেশে পরিচিত, তাছাড়াও রয়েছে গাল্স ক্যাডেট কলেজ। জয়পুরহাটে কি কিছু আছে? সোনালী মুরগী লতির রাজ জয়পুরহাটের গর্ব আজ। লতিরাজ এবং সোনালী মুরগী।
তালিকায় উল্লেখ আছে জয়পুরহাটের বিখ্যাত খাবার হচ্ছে :চটপটি ।