The Ballpen
কালিয়া উপজেলার খেলাধুলা ও বিনোদন - theballpen

কালিয়া উপজেলার খেলাধুলা ও বিনোদন

19th Dec 2022 | নড়াইল জেলা |

বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্তৃক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়ে থাকে।এছাড়া কবি,জারী ,পটগান,গাজীর গান ইত্যাদির প্রচলন রয়েছে। ক্রিকেট, ফুটবল ছাড়া এ ছাড়াও কালিয়া উপজেলায় গ্রামীন খেলাধুলা(হা-ডু-ডু, দাড়িয়া বাধা, লাঠি খেলা, বৌ-চি, দড়ি লাফ, ডাংগুলি, এক্কা-দোক্কা) ইত্যাদি খেলাধুলা নিয়মিত অনুষ্ঠিত হয়।





Related

নড়াইল জেলার আয়তন কত?

নড়াইল জেলার আয়তন:৯৯০.২৩ বঃ কিঃমিঃ



Related

নড়াইল জেলার জনসংখ্যা সংখ্যা কত?

নড়াইল জেলার  মোট জনসংখ্যা সংখ্যা :৭,২১,৬৬৮ জন |পুরুষ- ৩,৫৩,৫২৭ মহিলা ৩,৬৮,১৪১



Related

নড়াইল জেলার উপজেলা কয়টি ও কী কী?

নড়াইল জেলার উপজেলা :৩টি

সেগুলো হলঃ

  • ১। নড়াইল সদর
  • ২। লোহাগড়া এবং
  • ৩। কালিয়া


Related

নড়াইল জেলার ইউনিয়ন কয়টি?

নড়াইল জেলার ইউনিয়ন:৩৯ টি |



Related

নড়াইল জেলার মৌজা কয়টি?

নড়াইল জেলার মৌজা :৪৪৬টি