নড়াইল জেলাধীন কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসা বানিজ্যের মধ্যে ধান, পাট, সুপারী, পান, কলাই ইত্যাদি ব্যবসা অন্যতম। অধিকাংশ ব্যবসা বাণিজ্য হয় খুলনার সাথে। খুলনা হতে বেশিরভাগ ব্যবসায়িক পণ্য নদী পথে পরিবহন করা হয়। নবগঙ্গা নদী পথে খুলনা হতে পণ্য পরিবহন করা হয়। সড়ক পথেও কিছু পণ্য পরবিহন করা হয়। যশোর হতেও বেশ কিছু পণ্য আসে; যা মূলত সড়ক পথেই পরবিহন করা হয়। ঢাকা হতেও বাণিজ্যিক আদান – প্রদান করা হয়।নড়াইল জেলাধীন কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসা বানিজ্যের মধ্যে ধান, পাট, সুপারী, পান, কলাই ইত্যাদি ব্যবসা অন্যতম।
নড়াইল জেলার মোট জনসংখ্যা সংখ্যা :৭,২১,৬৬৮ জন |পুরুষ- ৩,৫৩,৫২৭ মহিলা ৩,৬৮,১৪১
নড়াইল জেলার উপজেলা :৩টি
সেগুলো হলঃ