The Ballpen
গাজীপুর সদর উপজেলার পটভূমি - theballpen

গাজীপুর সদর উপজেলার পটভূমি

3rd Jan 2023 | গাজীপুর জেলা |

সরকারের বিকেন্দ্রীকরণ নীতির ফলশ্রুতিতে ১৯৮২ সনে উপজেলা ব্যবস্থা প্রবর্তিত হয় এবং স্থানীয় সরকার(উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন পুনর্গঠন) অধ্যাদেশ, ১৯৮২ এর আওতাধীনে উপজেলা পরিষদের গঠন,ব্যবস্থাপনা ও দৈনন্দিন কাজকর্ম পরিচালিত হত। ১৯৮২ সালের এপ্রিল মাসে তৎকালীন সরকার দেশের প্রশাসনিক পুর্নগঠন/সংস্কার এর জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেন। উক্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে সমগ্র দেশে ৪৬০টি উপজেলা ও ৬৪টি জেলা গঠন করা হয়। জনগনের সরাসরি ভোটে নির্বাচিত জন প্রতিনিধি অর্থাৎ উপজেলা পরিষদের চেয়ারম্যানের নিকট হস্তান্তরিত বিষয়সমূহের প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কর্মকান্ডের সার্বিক দায়িত্ব প্রদান করা হয়।

অতঃপর ১৯৯১ সনে উপজেলা পদ্ধতি বাতিল করা হয়। পরবর্তীতে ১৯৯৮ সনে উপজেলা পরিষদ আইন প্রনয়ন হলেও উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ২০০৮ সনে তত্ত্বাবধায়ক সরকার উপজেলা পরিষদ অধ্যাদেশ প্রবর্তন করেন এবং এর অধীনে ২০০৯ সনের ২২ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। অতঃপর বর্তমান সরকার ১৯৯৮ সনের উপজেলা পরিষদ আইনের কিছু সংশোধনীসহ উপজেলা পরিষদ সংশোধনী আইন ২০০৯ প্রণয়ন করেন এবং তদানুযায়ী বর্তমানে উপজেলা পরিষদসহ উপজেলার সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।





Related

গাজীপুর কিসের জন্য বিখ্যাত

গাজীপুর জেলা কাঁঠাল, পেয়ারার জন্য বিখ্যাত। ঢাকা বিভাগে অবস্থিত গাজীপুর জেলাটি বাংলাদেশের মধ্যামঞ্চলের একটি অঞ্চল। আয়তনে এ জেলাটি প্রায় ১৭৭০.৫৮ বর্গ কিমি।



Related

গাজীপুর এর বিখ্যাত কি?

গাজীপুরের মধ্যেই দেশের ৭৫ শতাংশ গার্মেন্টস শিল্প অবস্থিত। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা টংগীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সবচেয়ে বড় ও সরকার স্বীকৃত একমাত্র জাতীয় উদ্যান ভাওয়াল গড় ও এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুরে অবস্থিত।



Related

গাজীপুর কবে স্বাধীন হয়?

গাজীপুর: ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর মুক্ত হয় গাজীপুর। ১৯শে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে মুক্তিযুদ্ধের সূচনা হয় গাজীপুর থেকে। তাই ১৫ ডিসেম্বর গাজীপুর হানাদার মুক্ত দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে গাজীপুরের মানুষ। রোববার দিবসটি উপলক্ষে গাজীপুর শহরের উনিশে চত্বর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।



Related

কালিয়াকৈর কিসের জন্য বিখ্যাত

কালিয়াকৈর ঐতিহাসিক স্থানের মধ্যে ঢোল সমুদ্র দিঘি অন্যতম। থানার কৃতী সন্তান বিশ্বনন্দিত প্রয়াত বৈজ্ঞানিক ড. মেঘনাদ সাহা, যার নামে বিশ্বে কালিয়াকৈর পরিচিত।



Related

কাপাসিয়া কিসের জন্য বিখ্যাত

সংস্কৃত ও হিব্রু ভাষায় তুলার অপর নাম কার্পাস। হিন্দি ভাষায় কার্পাস। খৃষ্টীয় প্রথম শতাব্দী থেকে এ অঞ্চলে প্রচুর পরিমাণে তুলা উৎপাদিত হতো। প্রচুর পরিমাণে কার্পাস বা তুলা উৎপাদন হওয়ায় এই স্থানের নাম করা হয় কাপাসিয়া।