চাঁপাইনবাবগঞ্জ জেলার উল্লেখযোগ্য ব্যক্তি কারা?
12th Dec 2022 | চাঁপাইনবাবগঞ্জ জেলা |
চাঁপাইনবাবগঞ্জ জেলার উল্লেখযোগ্য ব্যক্তি:
- গোলাম আরিফ টিপু
- ইলা মিত্র - উপমহাদেশের প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব, ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেত্রী।
- প্রফেসর ড. এমাজউদ্দিন আহমদ - বাংলাদেশের প্রথিতযশা শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, প্রখ্যাত বুদ্ধিজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।
- প্রফেসর মো.রফিকুন নবী (র’নবী) - আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথিতযশা চিত্রশিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ ফাইন আর্টস এর
সাবেক পরিচালক।
- আলোকচিত্রাচার্য মঞ্জুর আলম বেগ - বাংলাদেশের আলোকচিত্র আন্দোলনের পথিকৃৎ, আধুনিক ফটোগ্রাফীর জনক, একুশে পদক প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রাচার্য।
- বিচারপতি মুহম্মদ হাবিবুর রহমান শেলি - ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা/অন্তবর্তীকালীন বাংলাদেশ সরকার প্রধান, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি, মহান ভাষা আন্দোলের বীর সৈনিক, প্রথিতযশা শিক্ষাবিদ, আইনজীবী, গবেষক ও লেখক।
- মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা একজন বাংলাদেশী শিক্ষাবিদ ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ১৯৯০ সালের মার্চ থেকে ১৯৯২ সালে অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। মনিরুজ্জামান মিঞা শিক্ষা কমিশনের প্রধান ছিলেন। তিনি ২০০৪ সালে শিক্ষায় একুশে পদক লাভ করেন।
- প্রফেসর ড. মুহাম্মদ মিজান উদ্দিন - শিক্ষাবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য(২০১৩-২০১৭)।
- মমতাজউদদীন আহমদ - নাট্যকার, বিশিষ্ট শিক্ষাবিদ।
- ভাষা সৈনিক - এ্যাডভোকেট ওসমান গণি
- রাজিত রহমান - (১৯৯২-২০১২)কানসাট আন্দোলনের প্রথম কবি
- লে. জে. (অব) ড. আমিনুল করিম, সেনা কর্মকর্তা
Related
চাঁপাইনবাবগঞ্জের পুরাতন নাম কি?
চাঁপাইনবাবগঞ্জ নামটি সাম্প্রতিকালের। জেলাবাসীর দাবির মুখে ২০০১ সালের ১লা আগস্ট সরকারিভাবে নবাবগঞ্জ জেলার নাম পরিবর্তন করে চাঁপাইনবাবগঞ্জ রাখা হয়। পূর্বে এই এলাকা 'নবাবগঞ্জ নামে পরিচিত ছিল।
Related
চাঁপাইনবাবগঞ্জ বিখ্যাত খাবার কী?
কালাই রুটি চাঁপাইনবাবগঞ্জের একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার৷ এটি পুষ্টিকর ও মুখরোচক খাবারও বটে। এক সময় কালাই এর সহজলভ্যতার কারণে এই অঞ্চলে এই রুটি ব্যাপকভাবে প্রচলিত ছিল। এই এলাকার প্রত্যেক মেয়েই জানে জানে কীভাবে এই রুটি বানাতে হয়।
Related
চাঁপাইনবাবগঞ্জ কিসের জন্য বিখ্যাত
চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশের আমের রাজধানী হিসেবে পরিচিত, কারণ গ্রীষ্মকালীন এই ফলটি চাঁপাইনবাবগঞ্জ জেলার অর্থনীতির প্রধান উৎস।