The Ballpen
চারঘাট উপজেলার খেলাধুলা ও বিনোদন - theballpen

চারঘাট উপজেলার খেলাধুলা ও বিনোদন

8th Dec 2022 | রাজশাহী জেলা |

খেলা:

চারঘাটে বাংলাদেশের অন্যান্য এলাকার মত হাডুডু, ক্রিকেট, ফুটবল, প্রচলিত আছে। তবে বিশেষ করে ১ লা বৈশাখ ও মহরমের সময় এই উপজেলায় লাঠিখেলা অনুষ্ঠিত হয় ।

উপরোক্ত খেলা ছাড়াও আরও বিভিন্ন খেলা ধুলা পরিচালনাকারী সংগঠনগুলোর নাম ও বর্ননা নিম্নে দেওয়া হল:

ক্রমিকনং

সংগঠন/ ক্লাবেরনাম

অবসহান

সভাপতি/ সম্পাদক

মোবাইল নং

রাসেলস্মৃতিসংসদ

মেরামতপুর

মোঃএকরামুলহক           

০১৭১৬-৮০৯৩৩

সারদাক্রিকেটএকাডেমী     

সরদহ

কাজীমাহমুদুলহাসানমামুন

০১৭১৪-৯০৮৭৪৮

সোনারবাংলাসংঘ

মেরামতপুর

মোঃজাহাঙ্গীরহোসেনবাদশা

০১৭৩৪-২৮৬৬৮০

সারদাএকাদশ                  

সরদহ   

কাজীনাজমুলহাসান

০১৬৭২-১৬৪৯২৩

৫      

রাসেলস্মৃতিসংসদ

গোবিন্দপুর

মোঃগোলামরব্বানী

০১৭২২-২৬১২৩৮

৬      

সবুজসংঘ

মোক্তারপুর

মোঃআব্দুলহান্নান

০১৭২৯-৪৩৮৩৭৩

৭       

জয়বাংলাসাংসকৃতিকগোষ্ঠি

বাদুড়িয়া

আব্দুসসাত্তার-

 

৮      

রাসেলস্মৃতিসংসদ

হলিদাগাছি

মোঃআব্দুলহান্নান

০১৭৩০-১২১৬০৬

৯                

রূপান্তরসংঘ

বালাদিয়াড়

মোঃআতাউররহমানবাবলু

০১৭৩৫-৩১৫৯১২

১০    

উল্কাসংঘ

জাগিরপাড়া

মোঃসিরাজুলইসলাম

০১৭১০-৪৩৮৬৮৬

১১     

অনুপমপুরবহুমুখীপাঠাগার

চারঘাট

মোঃবাবু

০১৭১২-৮৬৮৬৯০

১২     

মেরামতপুরসোনালীসংঘ

মেরামতপুর

মোঃএমদাদুলহক

০১৭২১-৪৬৩০৩ ৪

১৩    

ডাকরামডেলক্লাব

ডাকরা

আবুফয়সালবিপুল

০১৭১৪-৭৮১৬৮৬

বিনোদন:

চারঘাট উপজেলা বড়াল ও পদ্মা নদী দ্বারা বেষ্ঠিত।পদ্মা নদীর প্রাকৃতিক মনোরম সোন্দর্য অবলোকন করতে চারঘাটবাসী পদ্মা নদীর তীরে ভিড় করে । পদ্মা নদীকে কেন্দ্র করেই সরদহ ক্যাডেট কলেজ এর সামনে নিরিবিলি পার্ক গড়ে ওঠেছে।





Related

রাজশাহী জেলা কিসের জন্য বিখ্যাত?

রজশাহী জেলা আম, রাজশাহী সিল্ক শাড়ি, খেজুরের গুড় এবং শংকরের ক্ষীরের চমচম এর জন্য বিখ্যাত।



Related

রাজশাহী কোন খাবারের জন্য বিখ্যাত

রাজশাহীর অন্যতম ঐতিহ্যবাহী খাবার কলাইয়ের রুটি। দেশ স্বাধীনের পর সত্তর দশকেই রাজশাহী শহরে ও বাংলেদেশে কলাইয়ের রুটি বিক্রির সূচনা হয়। পূর্বে নিম্ন আয়ের শ্রমিক শ্রেণির মানুষ কলাইয়ের রুটি কিনে খেলেও এখন সব পেশার মানুষের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে। মহানগরীর সব এলাকাতেই ফুটপাতে খুপড়ি মত অথবা ছোট কলাইয়ের রুটির দোকান আছে। বর্তমানে রেস্টুরেন্টের মতো উন্নত আয়োজনে কলাইয়ের রুটির দোকানের সংখ্যার ক্রম বৃদ্ধি ঘটছে।



Related

রাজশাহী জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়?

রাজশাহী শহরকে কেন্দ্র করে ১৭৭২ সালে জেলা গঠন করা হয়। ১৮৭৬ সালে গঠিত হয় রাজশাহী পৌরসভা। পরবর্তীতে ১৯৯১ সালে রাজশাহী সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়।



Related

রাজশাহী জেলার আয়তন কত?

রাজশাহী জেলার মোট আয়তন ২৪০৭.০১ বর্গকিলোমিটার।



Related

রাজশাহী জেলা প্রাচীন কোন জনপদের মধ্যে ছিল?

বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদ হলাে পুণ্ড্র। বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অবস্থানভূমিকে কেন্দ্র করে গড়ে উঠে পুণ্ড্র জনপদ। প্রাচীন পুণ্ড রাজ্যের রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।