চুয়াডাঙ্গা জেলায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কারা?
19th Dec 2022 | চুয়াডাঙ্গা জেলা |
চুয়াডাঙ্গা জেলায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব :
- বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-১
- মোজাম্মেল হক, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিল্পপতি, সাবেক সংসদ সদস্য।
- আসহাব-উল-হক, রাজনীতিবিদ, চিকিৎসক ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন পূর্ব-পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ও তৎকালীন কুষ্টিয়া-৭ আসনের সংসদ সদস্য ছিলেন।
- মিঞা মোহাম্মদ মনসুর আলী, রাজনীতিবিদ।
- আলী আজগার টগর, সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-২
- হারুনুর রশীদ (বীর প্রতীক) - খেতাবপ্রাপ্ত শহীদ বীরপ্রতীক।
- আকরাম আহমেদ (বীর উত্তম) - খেতাবপ্রাপ্ত বীর উত্তম।
- নজরুল ইসলাম (বীর প্রতীক) - খেতাবপ্রাপ্ত শহীদ বীরপ্রতীক।
- খোদা বক্স সাঁই - (গীতিকার) সুরকার ও গায়ক - ১৯৯১ সালে একুশে পদকপ্রাপ্ত
- অনন্তহরি মিত্র (১৯০৬ - ২৮ সেপ্টেম্বর ১৯২৬) - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী।
- বেবী ইসলাম- প্রখ্যাত আলোকচিত্রী, চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক (তিনবার শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন)।
- আবু আফজাল সালেহ - কবি, ভ্রমণলেখক ও কলামিস্ট।
- আব্দুল মোমেন জোয়ার্দ্দার - খেলোয়াড়, স্বাধীন বাংলা ফুটবল দল।
- শফিক তুহিন - বাংলাদেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী। সেরা গীতিকার হিসেবে তিনি ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
- শামসুজ্জামান দুদু - সাবেক সংসদ সদস্য।
- আরজে অন্তর - রেডিও জকি । এশিয়ান রেডিও ৯০.৮ এফএম
- কাজী রকিবুদ্দিন আহমদ - বাংলাদেশী অবসর প্রাপ্ত বেসামরিক কর্মচারী এবং বাংলাদেশের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার। বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার।
- ফিরোজা বারী মালিক, প্রখ্যাত নারী নেত্রী এবং সমাজসেবিকা।
- মোসলেম আলী বিশ্বাস, সাংবাদিক।
- খোদা বক্স, বাউল শিল্পী ও সুরকার।
- টিনা খান, অভিনেত্রী ও প্রযোজক।
- নাজনীন হাসান চুমকি, অভিনেত্রী ও পরিচালক।
- আব্দুস সেলিম, শিক্ষাবিদ, লেখক এবং অনুবাদক।
- শফিকুল ইসলাম, পুলিশ কর্মকর্তা।
Related
চুয়াডাঙ্গা জেলা কিসের জন্য বিখ্যাত
চুয়াডাঙ্গা জেলা ভুট্টা, তামাক ও পানে, খেজুরের গুড় এর জন্য বিখ্যাত। এ জেলায় বাণিজ্যিকভাবে ফুল এবং আম উৎপাদন করে থাকে। তাছাড়া বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশনটি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন।
Related
চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
চুয়াডাঙ্গার মুক্তিযোদ্ধাদের তালিকার নথিপত্রে দেখা গেছে, ১৯৮৭ সালে মুক্তিযোদ্ধাদের তালিকা অনুয়ায়ী চুয়াডাঙ্গা জেলায় সর্বমোট মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ১১০০ জন। ১৯৯১ সাল থেকে ১৯৯৫ সালে মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫০০। এরপর ২০০৯ থেকে ২০১৯ সালে তালিকায় মুক্তিযোদ্ধার সর্বশেষ নাম ওঠে প্রায় ১৮০০ জনের।
Related
চুয়াডাঙ্গা কত সালে জেলা হয়?
১৮৬২ সালে ১৫ নভেম্বর চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন চালু হয়। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন চালু হলে ১৮৬২ সালে মহকুমা সদর দপ্তর দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গায় স্থান্তরীত হয়। যার ফলে চুয়াডাঙ্গা তখন নদীয়া জেলার একটি গুরুত্বপূর্ণ মহকুমা এবং বড় ব্যবসা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে।