জুরাছড়ি একটি উপজাতি অধ্যুষিত উপজেলা। এ উপজেলায় চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, পাংখোয়া এবঙ অউপজাতীয় জনগোষ্ঠীর বসবাস। এর মধ্যে চাকমা উপজাতির সংখ্যা সবচেয়ে বেশী। উপজাতীয় লোকসংখ্যা ২১,১৫৮ জন এবং অউপজাতীয় ১,২০৭জন। তন্মধ্যে চাকমাদের সংখ্যা ১৯,৯৮১জন। এখানকার অধিকাংশ জনগণই কৃষিজীবি এবং কিছু সংখ্যক মৎস্যজীবি। শিক্ষিতের হার পুরুষ ৪৭.১%, মহিলা ৩৫.৮৬% এবং গড়ে শিক্ষিতের হার ৪২%।
রাঙ্গামাটি জেলার মোট আয়তন ৬১১৬.১৩ বর্গ কিলোমিটার। রাঙ্গামাটি জেলার আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা।
রাঙ্গামাটি জেলায় ১০ টি উপজেলা রয়েছে-
রাঙ্গামাটির দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতমঃ
১৯৮৯ সনে পার্বত্য জেলাসমূহের বিভিন্ন অনগ্রসর সংখ্যালঘু গোষ্ঠি অধ্যুষিত রাঙ্গামাটি পার্বত্য জেলার সর্বাঙ্গীণ উন্নয়নকল্পে রাঙ্গামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ ১৯৮৯ (১৯৮৯ সনের ১৯নং) অনুযায়ী রাঙ্গামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ স্থাপিত হয়।
কাপ্তাইয়ের দর্শনীয় স্থান কাপ্তাই হ্রদ। বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম এ হ্রদ রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি সদর, কাপ্তাই, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, বাঘাইছড়ি, লংগদু ও নানিয়ারচর উপজেলা জুড়ে বিস্তৃত। 2 কর্ণফুলি কাগজ কল। চন্দ্রঘোনায় কর্ণফুলি নদীর তীরে অবস্থিত এ কাগজ কলটি বাংলাদেশের বৃহত্তম কাগজ কল।