জয়পুরহাট জেলায় দর্শনীয় স্থান গুলো কী কী?
11th Dec 2022 | জয়পুরহাট জেলা |
জয়পুরহাট জেলায় দর্শনীয় স্থান গুলো:
- বেল আমলা বার শিবালয় (শিব মন্দির),জয়পুরহাট সদর
- পাগলা দেওয়ান বধ্যভূমি, জয়পুরহাট সদর
- ভীমের পান্টি, মঙ্গলবাড়ি, জয়পুরহাট সদর
- দুয়ানী ঘাট, জয়পুরহাট সদর
- গোপীনাথপুর মন্দির, আক্কেলপুর
- হিন্দা-কসবা শাহী জামে মসজিদ, ক্ষেতলাল
- নিমাই পীরের মাজার, পাথরঘাটা, পাঁচবিবি
- আছরাঙ্গা দীঘী, ক্ষেতলাল;
- নান্দাইল দীঘি, পুনট,কালাই
- শিশু উদ্যান (প্রিন্স পার্ক),জয়পুরহাট
- বাংলাদেশ কয়লা, খনিজ ও ধাতব গবেষণা ইন্সটিটিউট, খঞ্জনপুর, জয়পুরহাট
- বাস্তবপুরী, জয়পুরহাট
- জয়পুরহাট চিনিকল লি.
- জামালগঞ্জ কয়লাখনি,
- লকমা জমিদার বাড়ি, পাঁচবিবি;
- পাথরঘাটা, পাঁচবিবি।
- বদ্ধভুমি- আক্কেলপুর
- হালট্টি চণ্ডী মন্দির— পুরানাপৈল, জয়পুরহাট সদর
- বিলের ঘাট (রাখালীয়া ব্রীজ ) - জয়পুরহাট
- সিমেন্ট ফ্যাক্টরি, সদর, জয়পুরহাট
Related
জয়পুরহাট কত নম্বর সেক্টরে ছিল?
১৯৭১ সালে জয়পুরহাট জেলা (তৎকালীন জয়পুরহাট মহুকুমা) ৭ নং সেক্টরের অধীনে ছিল। এই সেক্টরটি নিয়ন্ত্রণ করতেন মেজর নাজমুল হক বীর উত্তম (১৮ মার্চ ১৯৭১ – ২৭ সেপ্টেম্বর ১৯৭১) এবং মেজর কাজী নূরুজ্জামান বীর উত্তম (২৭ সেপ্টেম্বর ১৯৭১ – ডিসেম্বর ১৯৭১)।
Related
জয়পুরহাট কিসের জন্য বিখ্যাত
কঁচুর লতি, আলু,সোনালী মুরগী, এবং চুনাপাথর এর জন্য জয়পুরহাট জেলা সরা বাংলাদেশে পরিচিত, তাছাড়াও রয়েছে গাল্স ক্যাডেট কলেজ। জয়পুরহাটে কি কিছু আছে? সোনালী মুরগী লতির রাজ জয়পুরহাটের গর্ব আজ। লতিরাজ এবং সোনালী মুরগী।