জয়পুরহাটের দুইটি সংসদ আসন রয়েছে: জয়পুরহাট-১ এবং জয়পুরহাট-২।
নির্বাচনমন্ডলী নং. |
নির্বাচকমন্ডলো নাম |
ব্যাপ্তি |
বর্তমান জাতীয় সংসদ সদস্য |
রাজনৈতিক দল | আইনসভা | নির্বাচন অধিষ্ঠিত |
---|---|---|---|---|---|---|
৩৪ |
জয়পুরহাট-১
|
জয়পুরহাট সদর উপজেলা পাঁচবিবি উপজেলা |
এ্যাডভোকেট সামসুল আলম দুদু |
বাংলাদেশ আওয়ামী লীগ |
একাদশ সংসদ |
ডিসেম্বর ৩০, ২০১৮ |
৩৫ |
জয়পুরহাট-২
|
কালাই উপজেলা আক্কেলপুর উপজেলা ক্ষেতলাল উপজেলা |
আবু সাঈদ আল মাহমুদ স্বপন |
বাংলাদেশ আওয়ামী লীগ |
একাদশ সংসদ |
ডিসেম্বর ৩০, ২০১৮ |
১৯৭১ সালে জয়পুরহাট জেলা (তৎকালীন জয়পুরহাট মহুকুমা) ৭ নং সেক্টরের অধীনে ছিল। এই সেক্টরটি নিয়ন্ত্রণ করতেন মেজর নাজমুল হক বীর উত্তম (১৮ মার্চ ১৯৭১ – ২৭ সেপ্টেম্বর ১৯৭১) এবং মেজর কাজী নূরুজ্জামান বীর উত্তম (২৭ সেপ্টেম্বর ১৯৭১ – ডিসেম্বর ১৯৭১)।
কঁচুর লতি, আলু,সোনালী মুরগী, এবং চুনাপাথর এর জন্য জয়পুরহাট জেলা সরা বাংলাদেশে পরিচিত, তাছাড়াও রয়েছে গাল্স ক্যাডেট কলেজ। জয়পুরহাটে কি কিছু আছে? সোনালী মুরগী লতির রাজ জয়পুরহাটের গর্ব আজ। লতিরাজ এবং সোনালী মুরগী।
তালিকায় উল্লেখ আছে জয়পুরহাটের বিখ্যাত খাবার হচ্ছে :চটপটি ।