The Ballpen
দুমকী উপজেলার ইতিহাস - theballpen

দুমকী উপজেলার ইতিহাস

24th Dec 2022 | পটুয়াখালী জেলা |

দুমকী একটি নবগঠিত উপজেলা হিসেবে অনানুষ্ঠানিক যাত্রা শুরু করে ০৮ জুলাই-২০০০। উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুমকী সফরে এসে। দেশের কোন প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে  এটাই এখন পর্যন্ত একমাত্র এবং প্রথম দুমকী সফর।

অত্র উপজেলার কৃতি সন্তান সাবেক মন্ত্রী ও মন্ত্রীপরিষদ সচিব মরহুম এম. কেরামত আলী সাহেবের উদ্যোগে ১৯৮৩ সালের ২৮ জুলাই দুমকী পুলিশ থানা হিসেবে আত্মপ্রকাশ করে। 

১৯৯৪ সালের ২২ অক্টোবর দুমকীর অন্যতম কৃতি সন্তান হারুন-অর-রশীদ হাওলাদার (প্রথম নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, রাষ্ট্রীয়ভাবে শিক্ষায় স্বর্নপদক প্রাপ্ত) কর্তৃক তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা দক্ষিনাঞ্চল সফরে আসলে দুমকীকে উপজেলায়, কৃষি কলেজকে বিশ্ববিদ্যালয় উন্নীতকরণসহ ৫ দফা দাবীনামা লেবুখালী ফেরিঘাটের সমাবেশে উপস্থাপন করেন যার সাথে শেখ হাসিনা একমত পোষন করেন এবং ক্ষমতা পেলে বাস্তবায়নের অঙ্গীকার করেন। পরবর্তীতে সর্বস্তরের মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় নানা পথ পরিক্রমার মাধ্যমে বতর্মান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ইচ্ছায় ২০০০ সালের ২ ফেব্রুয়ারী প্রথম উপজেলা নির্বাহী অফিসারের দুমকীতে কাজে যোগদানের মাধ্যমে দুমকী উপজেলার কাযর্ক্রম অনানুষ্ঠানিক সূচনা হয়।

 ২০০০ সালের ৮ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শুভ উদ্বোধন করা হয় আজকের সুরম্য প্রশাসনিক ভবনের ও সৌন্দযর্মন্ডিত উপজেলা কমপ্লেক্সের। একই দিনে তিনি দুমকী উপজেলায় প্রতিষ্ঠা করেন দক্ষিন বাংলার সবর্প্রথম ও সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ দুমকী উপজেলায় রয়েছে দক্ষিন বঙ্গের আরও একটিগুরুত্বপূর্ন প্রতিষ্ঠান আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র।





Related

মুক্তিযুদ্ধের সময় পটুয়াখালী জেলা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?

মুক্তিযুদ্ধকালীন ৯নং সেক্টরের অধীন তৎকালীন পটুয়াখালী জেলা একটি সাব-সেক্টর। পটুয়াখালী-বরগুনার ১০টি থানা নিয়ে গঠিত এই পটুয়াখালী সাব-সেক্টর।



Related

পটুয়াখালী জেলা হয় কবে?

১৮৬৭ সালের ২৭ মার্চ কলিকাতা গেজেটে পটুয়াখালী মহকুমা সৃষ্টির ঘোষণা প্রকাশিত হয়। ১৮৭১ সালে পটুয়াখালী মহকুমায় রূপান্তরিত হয়



Related

পটুয়াখালী জেলা কি জন্য বিখ্যাত?

পটুয়াখালী জেলা মৎস্য সম্পদে সমৃদ্ধ। নদী বিধৌত পটুয়াখালী জেলার খাল-বিল, পুকুর, নালা, নিম্নভূমি গুলো মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জেলার নদী মোহনাগুলো ইলিশ মাছের জন্য বিখ্যাত। পটুয়াখালী জেলার বনাঞ্চলের পরিমাণ খুবই কম।



Related

পটুয়াখালী কোন খাবারের জন্য বিখ্যাত

পটুয়াখালী জেলার বিখ্যাত খাবার মহিষের দই, বাপ্পি এবং কুয়াকাটা জন্য বিখ্যাত। পটুয়াখালী জেলাটি বরিশাল বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল, এটি আমাদের দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। আয়তনে এ জেলাটি প্রায় ৩২২০.১৫ বর্গ কিমি।



Related

পটুয়াখালী জেলা কবে শত্রুমুক্ত হয়?

দীর্ঘ ৮ মাস পাক-হানাদারদের হাতে অবরুদ্ধ থাকার পর একাত্তরের ৮ ডিসেম্বর পাকিস্তানী হানাদার মুক্ত হয় এই জেলা। এইদিনে একদিকে স্বজন হারানোর বিয়োগ ব্যাথার দীর্ঘশ্বাস, অন্যদিকে মুক্তির আনন্দে উদ্বেল, আর সৃষ্টি সুখের উল্লাস । হৃদয় উজাড় করে বরণ করে নেয় পটুয়াখালীবাসী হানাদার মুক্ত এই দিনটিকে।