রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার দূর্গাপুর বাজারের উপর দিয়ে বয়ে গেছে ঐতিহাসিক হোজা নদী । হোজা নদীতে দেশীয় প্রচুর মাছ পাওয়া যায় । এই মাছ বিক্রি করে জেলেরা জীবিকা নির্বাহ করে থাকে । দূর্গাপুরের বাজারের উপর দিয়ে এই নদী বয়ে যাওয়ায় বাজারের সুন্দর্য্য বৃদ্দি পেয়েছে । হোজা নদী দূর্গাপুর উপজেলার পশ্চিম দিক দিয়ে পদ্মার সাথে মিলিত হয়েছে । হোজা নদীর উপর একটি নতুন ব্রীজ তৈরী করা হয়েছে । ব্রীজের উপর থেকে হোজা নদীর সুন্দর্য্য উপভোগ করা যায় ।
রজশাহী জেলা আম, রাজশাহী সিল্ক শাড়ি, খেজুরের গুড় এবং শংকরের ক্ষীরের চমচম এর জন্য বিখ্যাত।
রাজশাহীর অন্যতম ঐতিহ্যবাহী খাবার কলাইয়ের রুটি। দেশ স্বাধীনের পর সত্তর দশকেই রাজশাহী শহরে ও বাংলেদেশে কলাইয়ের রুটি বিক্রির সূচনা হয়। পূর্বে নিম্ন আয়ের শ্রমিক শ্রেণির মানুষ কলাইয়ের রুটি কিনে খেলেও এখন সব পেশার মানুষের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে। মহানগরীর সব এলাকাতেই ফুটপাতে খুপড়ি মত অথবা ছোট কলাইয়ের রুটির দোকান আছে। বর্তমানে রেস্টুরেন্টের মতো উন্নত আয়োজনে কলাইয়ের রুটির দোকানের সংখ্যার ক্রম বৃদ্ধি ঘটছে।
রাজশাহী শহরকে কেন্দ্র করে ১৭৭২ সালে জেলা গঠন করা হয়। ১৮৭৬ সালে গঠিত হয় রাজশাহী পৌরসভা। পরবর্তীতে ১৯৯১ সালে রাজশাহী সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়।
বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদ হলাে পুণ্ড্র। বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অবস্থানভূমিকে কেন্দ্র করে গড়ে উঠে পুণ্ড্র জনপদ। প্রাচীন পুণ্ড রাজ্যের রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।