The Ballpen
দুর্গাপুর উপজেলায় ভাষা ও সংষ্কৃতি - theballpen

দুর্গাপুর উপজেলায় ভাষা ও সংষ্কৃতি

8th Dec 2022 | রাজশাহী জেলা |

শিল্প সাহিত্য ভাষা ও সংস্কৃতি বিকাশে দুর্গাপুর উল্লেখযোগ্য ভুমিকা  রেখেছে। এখানে ভাষার মুল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই। তবুও আদীবাসি থাকার কারনে কিছূটা বৈচিত্র্য খূজে পাওয়া যায়।

ক্লাব, থিয়েটার, মহিলা সংগঠন সহ গুরুত্বপুর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান থাকায় সংস্কৃতির ধারা প্রবাহিত হতে থাকে শিশু কাল হতে।

যথাযথ মর্যাদায় বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক দিবস পালন করাসহ স্থানীয় এবং দেশীয় সংস্কৃতিতে দুর্গাপুরের মানুষ অসামান্য অবদান রেখে যাচ্ছেন । সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত হিসেবে ধর্ম, বর্ণ, মত, পথ নির্বিশেষে দুর্গাপুরবাসী একে অপরের সাথে সৌহার্দপূর্ণ পরিবেশে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছে।  গম্ভীরার তালেতালে পানের বরজে পান ভাঙ্গা এলাকাবাসীর দীর্ঘ দিনের ঐতিহ্য।





Related

রাজশাহী জেলা কিসের জন্য বিখ্যাত?

রজশাহী জেলা আম, রাজশাহী সিল্ক শাড়ি, খেজুরের গুড় এবং শংকরের ক্ষীরের চমচম এর জন্য বিখ্যাত।



Related

রাজশাহী কোন খাবারের জন্য বিখ্যাত

রাজশাহীর অন্যতম ঐতিহ্যবাহী খাবার কলাইয়ের রুটি। দেশ স্বাধীনের পর সত্তর দশকেই রাজশাহী শহরে ও বাংলেদেশে কলাইয়ের রুটি বিক্রির সূচনা হয়। পূর্বে নিম্ন আয়ের শ্রমিক শ্রেণির মানুষ কলাইয়ের রুটি কিনে খেলেও এখন সব পেশার মানুষের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে। মহানগরীর সব এলাকাতেই ফুটপাতে খুপড়ি মত অথবা ছোট কলাইয়ের রুটির দোকান আছে। বর্তমানে রেস্টুরেন্টের মতো উন্নত আয়োজনে কলাইয়ের রুটির দোকানের সংখ্যার ক্রম বৃদ্ধি ঘটছে।



Related

রাজশাহী জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়?

রাজশাহী শহরকে কেন্দ্র করে ১৭৭২ সালে জেলা গঠন করা হয়। ১৮৭৬ সালে গঠিত হয় রাজশাহী পৌরসভা। পরবর্তীতে ১৯৯১ সালে রাজশাহী সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়।



Related

রাজশাহী জেলার আয়তন কত?

রাজশাহী জেলার মোট আয়তন ২৪০৭.০১ বর্গকিলোমিটার।



Related

রাজশাহী জেলা প্রাচীন কোন জনপদের মধ্যে ছিল?

বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদ হলাে পুণ্ড্র। বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অবস্থানভূমিকে কেন্দ্র করে গড়ে উঠে পুণ্ড্র জনপদ। প্রাচীন পুণ্ড রাজ্যের রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।