যুদ্ধের সময় নড়াইল জেলা ছিল ৮ নম্বর সেক্টরের অধীনে। সেক্টর কমান্ডার ছিলেন ওসমান চৌধুরী এবং পরে মনজুর আহমেদ। চিত্রার পাড় থেকে শুরু করে বিভিন্ন স্থানে নানা পর্যায়ে মুক্তিবাহিনী ও পাকিস্তানি বাহিনীর মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
নড়াইল জেলার মোট জনসংখ্যা সংখ্যা :৭,২১,৬৬৮ জন |পুরুষ- ৩,৫৩,৫২৭ মহিলা ৩,৬৮,১৪১
নড়াইল জেলার উপজেলা :৩টি
সেগুলো হলঃ