বর্তমানে নড়াইল একটি জেলা শহর। ১৯৮৪ সালের ১লা মার্চ মাসে তৎকালীন মহকুমা হতে জেলা হিসেবে মর্যাদা লাভ করে।
নড়াইল জেলার আয়তন:৯৯০.২৩ বঃ কিঃমিঃ
নড়াইল জেলার মোট জনসংখ্যা সংখ্যা :৭,২১,৬৬৮ জন |পুরুষ- ৩,৫৩,৫২৭ মহিলা ৩,৬৮,১৪১
নড়াইল জেলার উপজেলা :৩টি
সেগুলো হলঃ
নড়াইল জেলার ইউনিয়ন:৩৯ টি |
নড়াইল জেলার মৌজা :৪৪৬টি