ক্রমিক নং |
নাম |
পিতার নাম |
গ্রাম |
ইউঃ/পৌরসভা |
১৭৩৭ |
মোঃ হাবিবুর রহমান |
মৃত মফিজ উদ্দিন |
ফোকপাল |
পৌরসভা |
১৭৪৩ |
আঃ হাকিম |
মৃত ডাঃ হোসেন আলী খন্দকার |
নন্দীগ্রাম |
,, |
১৭৫০ |
মোঃ হাবিবুর রহমান |
মৃত এজাতুলস্না প্রাং |
নন্দীগ্রাম |
,, |
১৭৫১ |
মোঃ মোসলেম উদ্দিন |
মৃত রতন উলস্না প্রাং |
নন্দীগ্রাম |
,, |
১৭৫৩ |
মোঃ মোজাম্মেল হক |
মৃত ডাক্তার ছরলস্না প্রাং |
নন্দীগ্রাম |
,, |
১৭৬০ |
কেএম মোকছেদ আলী |
মৃত হাজী মফিজ উদ্দিন |
বৈলগ্রাম |
,, |
১৭৪৫ |
মোঃ আনছার আলী |
মৃত আফছার আলী |
কুহুলী |
১ নং বুড়ইল |
১৭৪১ |
মোঃইয়াকুর আলীচৌধুরী |
মৃত রফাতুলস্না চৌধুরী |
ভাগশিমলা |
২ নং নন্দীগ্রাম |
১৭৩৬ |
মোঃ আঃ সোবহান |
মৃত গকুল ফকির |
রামকৃষ্ণপুর |
২ নং |
১৭৩৯ |
মৃত নাছির উদ্দিন প্রাং |
মৃত কাদের আলী প্রাং |
ভরতেতুলিয়া |
|
১৭৪০ |
মোঃ মকবুল হোসেন |
মৃত আয়েন উদ্দিন |
তেঘরা |
,, |
১৭৪৬ |
মোঃ আবুল কাশেম |
মৃত ইসমাইল শাহ |
ভরতেতুলিয়া |
|
১৭৫২ |
মোঃ মেহের আলী |
মৃত এম হাকিম উদ্দিন |
তৈয়বপুর |
৩ নং ভাটরা |
১৭৫৪ |
মোঃ মোমতাজুর রহমান(মনতান) |
মৃত অছিমুদ্দিন আকন্দ |
ভাটরা |
,, |
১৭৫৯ |
মোঃ দেলোয়ার হোসেন |
মৃত মোঃ সোনাউলস্না প্রাং |
দমদমা |
,, |
১৭৬১ |
মোঃ শহীদুল আলম দুদু |
মৃত ডাঃ আশরাফ আলী আহম্মেদ |
চৌদিঘী |
,, |
১৭৫৫ |
মোঃ নজরম্নল ইসলাম |
মৃত মোকছেদ আলী প্রাং |
ভাটরা |
,, |
১৭৫৬ |
মোঃ মঞ্জুর রহমান |
মোঃ মোজাম্মেল হোসেন |
ভাটরা |
,, |
১৭৫৮ |
মোঃ মফিজুর রহমান |
মৃত ময়েজ উদ্দিন মসত্ম |
মুরারাদিঘী |
,, |
১৭৪২ |
মোঃ আলী আজগর (আলী আমদার) |
মৃত নাছির উদ্দিন |
গুলিয়া |
৪ নং থালতা |
১৭৪৪ |
মোঃ আঃ রহমান |
মৃত ময়েজ উদ্দিন |
রায়পাড়া |
,, |
১৭৪৭ |
মোঃ নুরম্নল ইসলাম |
মৃত সাহেব উদ্দিন |
রায়পাড়া |
,, |
১৭৪৮ |
মোঃ জয়নাল আবেদীন (জনাব আলী) |
মৃত অছির উদ্দিন মন্ডল |
বিজরম্নল |
৫ নং ভাটগ্রাম |
১৭৪৯ |
মোঃ আকরাম হোসেন |
মৃত কাজেম উদ্দিন |
কাথম |
,, |
১৭৫৭ |
আঃ রশিদ |
মৃত জসিম উদ্দিন আহম্মেদ |
হাটকড়ই |
,, |
১৭৩৮ |
মোঃ কবির উদ্দিন মন্ডল |
মৃত কবিল উদ্দিন |
সত্মরাদিঘী |
|
৮৮.৫০ ডিগ্রী পূর্ব থেকে ৮৮.৯৫ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে এবং ২৪.৩২ ডিগ্রী উত্তর থেকে ২৫.০৭ ডিগ্রী উত্তর অক্ষাংশে বগুড়া সদর উপজেলা অবস্থিত।
বগুড়ার উত্তরে গাইবান্ধা ও জয়পুরহাট, উত্তর পশ্চিমে জয়পুরহাটের অংশবিশেষ,পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে নওগাঁ, দক্ষিণে নাটোর ও সিরাজগঞ্জের অংশবিশেষ এবং দক্ষিণ পূর্বে সিরাজগঞ্জের অবশিষ্ট অংশ বিদ্যমান। বগুড়ার পূর্বে জামালপুর থাকলেও এর স্থলভাগ সংযুক্তভাবে অবস্থিত নয়।
বগুড়া ভৌগোলিকভাবে ভূমিকম্পের বিপজ্জনক বলয়ে অবস্থিত। তাছাড়া বগুড়া জেলা বরেন্দ্রভূমির অংশবিশেষ যা ধূসর ও লাল বর্ণের মাটির পরিচিতির জন্য উল্লেখ্য।
বগুড়া জেলার জনসংখ্যা মোট: ৩৭,৩৪,৩০০ জন
পুরুষ:৪৯.৬০%
মহিলা:৫০.৪০%|উত্তরবঙ্গের ১৬ টি জেলার মধ্য জনসংখ্যায় বৃহত্তম জেলা হচ্ছে বগুড়া। এবং সারা বাংলাদেশে ষষ্ঠ বৃহত্তম জেলা।
খ্রিষ্টপূর্ব ৪র্থ শতকে বগুড়া মৌর্য শাসনাধীনে ছিল। মৌর্য এর পরে এ অঞ্চলে চলে আসে গুপ্তযুগ । এরপর শশাংক, হর্ষবর্ধন, যশোবর্ধন পাল, মদন ও সেনরাজ বংশ ।
সুলতান গিয়াস উদ্দিন বলবনের পুত্র সুলতান নাসির উদ্দিন বগড়া ১,২৭৯ থেকে ১,২৮২ পর্যন্ত এ অঞ্চলের শাসক ছিলেন। তার নামানুসারে এ অঞ্চলের নাম হয়েছিল বগড়া (English:Bogra)। ইংরেজি উচ্চারন 'বগড়া' হলেও বাংলায় কালের বিবতর্নে নামটি পরিবর্তিত হয়ে 'বগুড়া' শব্দে পরিচিতি পেয়েছে। ২ এপ্রিল ২০১৮ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে বগুড়ার ইংরেজি নাম Bogura করার সিদ্ধান্ত নেয়া হয়।
বগুড়া জেলার সংসদীয় আসন :৭টি