নরসিংদী জেলায় উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো কী কী?
2nd Jan 2023 | নরসিংদী জেলা |
নরসিংদী জেলায় উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো :
- কাজী মফিজ উদ্দীন উচ্চ বিদ্যালয়,শাষপুর।
- মূতিউল্লাহ ভূইয়া (বহুমুখী) উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসায়ে গাউছিয়া পেশোয়ারীয়া সুন্নীয়া (আলিম) মাদ্রাসা
- বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীঠ
- পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়।
- বিন্নাবাইদ বহুমুখী উচ্চ বিদ্যালয়।
- কনফিডেন্স কিন্ডার গার্ডেন স্কুল, জামালিয়াকান্দী
- সেরাজনগর এম.এ.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
- দারুল উলূম দত্তপাড়া মাদ্রাসা নরসিংদী
- হাসনাবাদ উচ্চ বিদ্যালয়
- রায়পুরা মডেল কলেজ
- মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
- মনোহরদী ডিগ্রি কলেজ
- মডেল ক্যাডেট কেয়ার স্কুল
- শাহীন ক্যাডেট স্কুল
- ব্রাহ্মন্দী কে.কে.এম সরকারি উচ্চ বিদ্যালয়
- স্কলাস্টিকা মডেল কলেজ
- পাঁচদোনা স্যার কে.জি গুপ্ত উচ্চ বিদ্যালয়
- পলাশ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়
- পারুলিয়া উচ্চ বিদ্যালয়
- পলাশ থানা সেন্ট্রাল কলেজ
- গুলেস্তা-হাফিজ মেমোরিয়াল ইনস্টিটিউট
- বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট
- মর্নিংসান ইন্টার ন্যাশনাল স্কুল এন্ড কলেজ কাশিপুর,মাধ্বদী
- সাটিরপাড়া কে কে ইন্সটিটিউশন
- ব্রাহ্মন্দী কে.কে.এম সরকারি উচ্চ বিদ্যালয়
- আবদুল কাদির মোল্লা সিটি কলেজ
- নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়
- আব্দুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুল
- এন.কে.এম.হাইস্কুল এন্ড হোমস
- নরসিংদী সরকারি কলেজ
- জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা
- সরকারি শহিদ আসাদ কলেজ
- শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ
- রায়পুরা সরকারী কলেজ
- নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউট
- অরবিট ইন্সটিটিউট অব ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি
- আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ
- নরসিংদী প্রেসিডেন্সি কলেজ
- নরসিংদী মডেল কলেজ
- পলাশ শিল্পাঞ্চল কলেজ
- শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ
- পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসা
- পাঁচকান্দি ডিগ্রি কলেজ
- নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয়
- নরসিংদী বিজ্ঞান কলেজ
- নরসিংদী পাবলিক কলেজ
- নরসিংদী আইডিয়াল কলেজ
- ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়
- জনতা আদর্শ বিদ্যাপীঠ
- চরসুবুদ্ধি ফাজিল ডিগ্রী মাদরাসা
- করিমগঞ্জ আলিম মাদরাসা
- ধুকুন্দি উচ্চ বিদ্যালয়
- ন্যাশনাল কলেজ অব এডুকেশন,নরসিংদী
- ১০৪নং গদাইরচর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মর্ণিংসান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।
- মাধবদী এস পি(সতী প্রসন্ন) ইনস্টিটিউশন
- মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয়
- বালাপুর এন.সি হাই স্কুল
- নরসিংদী পলিটেকনিক একাডেমি
- মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভূইয়ম উচ্চ বিদ্যালয়
- লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়
- গড়বাড়ী এম এ রশীদ উচ্চ বিদ্যালয়
- সাতপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নিলক্ষীয়া মডেল হাই স্কুল
Related
নরসিংদী জেলা কিসের জন্য বিখ্যাত
এই জেলা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা। নরসিংদী তাঁত শিল্পের জন্য বিখ্যাত। নরসিংদী জেলার কাপড় কিনে নিয়ে যায় পুরো বাংলাদেশ এর মানুষ এবং অন্যান্য দেশে রপ্তানি করে থাকে।
Related
নরসিংদী জেলা হয় কত সালে?
১৯৮৪ সালে নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব এবং রায়পুরা এ ০৬ টি উপজেলা এবং নরসিংদী পৌরসভা নিয়ে নরসিংদীকে জেলা ঘোষণা করে সরকার।
Related
নরসিংদী কোন বিভাগে
নরসিংদী জেলা বাংলাদেশের মধ্যভাগের ঢাকা বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল।
Related
নরসিংদী পৌরসভায় রুপান্তর হয় কবে?
১৯৭৭ পরবর্তী নারায়ণগঞ্জ মহকুমা থেকে নরসিংদী অঞ্চলকে একক মহকুমায় উন্নিতকরণ করার সুবাদে নরসিংদী পৌর পরিষদকে (ক) শ্রেনীর অন্তর্ভুক্ত করে স্থানীয় সরকারের স্বায়ত্তশাসিত ৩৩ টি মহল্লার সমন্বয়ে ৯ ওয়ার্ড বিশিষ্ট ১০.৩২ বর্গ কিঃ মিঃ আয়তন জুরে নরসিংদী পৌরসভায় রুপান্তর হয়।