The Ballpen
নরসিংদী জেলায় মোট থানা কয়টি ও কী কী? - theballpen

নরসিংদী জেলায় মোট থানা কয়টি ও কী কী?

2nd Jan 2023 | নরসিংদী জেলা |

নরসিংদী জেলায় মোট ৭টি থানা বিদ্যমান:

ক্র.নং থানার নাম অফিসার ইনচার্জ মোবাইল
০১ নরসিংদী মডেল থানা জনাব আবুল কাশেম ভূইয়া 01320091375
০২ পলাশ থানা জনাব মোহাম্মদ ইলিয়াছ 01320091402
০৩ মাধবদী থানা জনাব রকিবুজ্জামান 01320091536
০৪ শিবপুর মডেল থানা জনাব মোঃ সালাহ উদ্দিন মিয়া 01320091427
০৫ মনোহরদী থানা জনাব মোঃ ফরিদ উদ্দিন 01320091453
০৬ রায়পুরা থানা জনাব মোঃ আজিজুর রহমান 01320091479
০৭ বেলাব থানা জনাব তানভীর আহমেদ 01320091517




Related

নরসিংদী জেলা কিসের জন্য বিখ্যাত

এই জেলা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা। নরসিংদী তাঁত শিল্পের জন্য বিখ্যাত। নরসিংদী জেলার কাপড় কিনে নিয়ে যায় পুরো বাংলাদেশ এর মানুষ এবং অন্যান্য দেশে রপ্তানি করে থাকে।



Related

নরসিংদী জেলা হয় কত সালে?

১৯৮৪ সালে নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব এবং রায়পুরা এ ০৬ টি উপজেলা এবং নরসিংদী পৌরসভা নিয়ে নরসিংদীকে জেলা ঘোষণা করে সরকার।



Related

নরসিংদী কোন বিভাগে

নরসিংদী জেলা বাংলাদেশের মধ্যভাগের ঢাকা বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল।



Related

মুক্তিযুদ্ধের সময় নরসিংদী কত নম্বর সেক্টরে ছিল?

নরসিংদীকে ৩ নম্বর সেক্টরের অধীনে নেয়া হলে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মো. নূরুজ্জামান। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে শতাধিক খণ্ড যুদ্ধ সংঘটিত হয়।



Related

নরসিংদী পৌরসভায় রুপান্তর হয় কবে?

১৯৭৭ পরবর্তী নারায়ণগঞ্জ মহকুমা থেকে নরসিংদী অঞ্চলকে একক মহকুমায় উন্নিতকরণ করার সুবাদে নরসিংদী পৌর পরিষদকে (ক) শ্রেনীর অন্তর্ভুক্ত করে স্থানীয় সরকারের স্বায়ত্তশাসিত ৩৩ টি মহল্লার সমন্বয়ে ৯ ওয়ার্ড বিশিষ্ট ১০.৩২ বর্গ কিঃ মিঃ আয়তন জুরে নরসিংদী পৌরসভায় রুপান্তর হয়।