The Ballpen
নোয়াখালী পাবলিক লাইব্রেরি কত সালে প্রতিষ্ঠিত হয়? - theballpen

নোয়াখালী পাবলিক লাইব্রেরি কত সালে প্রতিষ্ঠিত হয়?

28th Nov 2022 | নোয়াখালী জেলা |

নোয়াখালী পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় ১৮৯৫ সালে (বাংলা ১৩০২) নোয়াখালী পুরান শহরে। ১৯৪৪ সালে যখন নোয়াখালী পুরান শহর মেঘনার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছিল, তখন লাইব্রেরিটি স্থানান্তরিত হয়ে নোয়াখালীর প্রধান শহর মাইজদি কোর্টে প্রতিষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ লাইব্রেরিতে বর্তমানে প্রায় ২০ হাজার বই আছে। সংগ্রহভান্ডারে রয়েছে ব্রিটিশ ভারতের অনেক দুর্লভ বইও। শত বছরের ঐতিহ্য নিয়ে এ লাইব্রেরি এখনো জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে সর্বসাধারণের মাঝে।





Related

নোয়াখালী জেলার পৌরসভা কয়টি ও কী কী?

নোয়াখালী জেলার : ৮টি পৌরসভা,

  • কবিরহাট,
  • বসুরহাট ,
  • ;চাটখিল ,
  • চাটখিল,
  • চৌমুহনী, 
  • ;সেনবাগ, 
  • সোনাইমুড়ি,
  •  হাতিয়া,


Related

নোয়াখালী জেলার উপজেলা কয়টি ও কি কি?

নোয়াখালী জেলার উপজেলা কয়টি ৯ টি

  • কবিরহাট,
  • কোম্পানীগঞ্জ,
  • চাটখিল,
  • নোয়াখালী সদর,
  • বেগমগঞ্জ,
  • সুবর্ণচর,
  • সেনবাগ,
  • সোনাইমুড়ি,
  • হাতিয়া


Related

নোয়াখালী জেলার আয়তন কত?

নোয়াখালী জেলার মোট আয়তন: ৪২০২.৭০ বর্গ কিলোমিটার।



Related

নোয়াখালী জেলা কোন বিভাগে অবস্থিত?

নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এর পূর্বনাম ছিল ভুলুয়া। উপজেলার সংখ্যানুসারে নোয়াখালী বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা



Related

নোয়াখালী জেলার বিখ্যাত কেন?
  • নোয়াখালী জেলা নারকেল নাড়ু, ম্যাড়া পিঠা ও খোলাজা পিঠার জন্য বিখ্যাত।
  • নোয়াখালীর ভাষা
  • কৃতি ব্যক্তিত্ব
  • আতিথেয়তা
  • দর্শনীয় স্থান
  • পিঠা