নড়াইল জেলার প্রখ্যাত ব্যক্তিত্ব কারা?
19th Dec 2022 | নড়াইল জেলা |
নড়াইল জেলার প্রখ্যাত ব্যক্তিত্ব :
- মাসরুর-উল-হক সিদ্দিকী:-বীর উত্তম
- সৈয়দ নওশের আলী- ফজলুল হক মন্ত্রী সভার মন্ত্রী,
- অমল সেন-তেভাগা আন্দোলনের প্রাধান নেতা,
- এস এম সুলতান-বিখ্যাত চিত্রশিল্পী[৬]
- নূর মোহাম্মদ শেখ-বীরশ্রেষ্ঠ,
- শরীফ খসরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা (নড়াইল মুজিব বাহিনীর কমান্ডার), সাবেক সংসদ সদস্য (1991-2001), নড়াইল 2।
- মাশরাফি বিন মর্তুজা - সাবেক অধিনায়ক,বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল । বর্তমানে নড়াইল - ২ আসনের সম্মানিত সংসদ সদস্য ।
- ড.রথীন্দ্রনাথ বোস-রসায়নবিদ
- চারণ কবি মোসলেমউদ্দিন-১৩০০ সালের রচয়িতা,
- কবিয়াল বিজয় সরকার-বিখ্যাত কবিগান গায়ক,
- ডাঃ নীহার রঞ্জন গুপ্ত-প্রায় ৫০টি উপন্যাসের লেখক,
- নূর জালাল- তেভাগা আন্দোলনোর মধ্যমনি,
- কমলদাশগুপ্ত- নজরুল সঙ্গীত
Related
নড়াইল জেলার আয়তন কত?
নড়াইল জেলার আয়তন:৯৯০.২৩ বঃ কিঃমিঃ