পটুয়াখালী জেলায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কারা?
24th Dec 2022 | পটুয়াখালী জেলা |
পটুয়াখালী জেলায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব -
- আব্দুল বাতেন তালুকদার –– প্রাক্তন মন্ত্রী।
- মাহবুবুর রহমান তালুকদার--- প্রাক্তন প্রতিমন্ত্রী।
- আ খ ম জাহাঙ্গীর হোসাইন –- সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ এবং সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী।
- শাহজাহান মিয়া –- বর্তমান এমপি ও সাবেক ধর্ম মন্ত্রী।
- বীর মুক্তিযোদ্ধা মরহুম বি,ডি হাবিব উল্লাহ-১৯৭১ সালের ভারতীয় ট্রেনিং প্রাপ্ত যুদ্ধকালীন কমান্ডার, তৎকালীন ছাত্র ইউনিয়নের নেতা পটুয়াখালী সরকারি কলেজ।
- আলতাফ হোসেন চৌধুরী –- প্রাক্তন বিমান বাহিনী প্রধান এবং প্রাক্তন মন্ত্রী।
- মোহাম্মদ কেরামত আলী –– সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সাবেক মন্ত্রী।
- তানিয়া আহমেদ –– অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক।
- ওয়াসিমুল বারী রাজীব –– চলচ্চিত্র অভিনেতা।
- বিজরী বরকতউল্লাহ –– অভিনেত্রী।
- সোহাগ গাজী –– ক্রিকেটার।
- কেএম নুরুল হুদা –– প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার, বীর মুক্তিযোদ্ধা।
- কামরুল ইসলাম রাব্বি –– ক্রিকেটার।
- নুরুল হক নুর –– ডাকসু ভিপি।
- ফয়েজ আহম্মদ –– সদস্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও সাবেক সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়।
- আব্দুল মালেক –– সাবেক তথ্যসচিব।
- আ. স. ম. ফিরোজ –– সাবেক চিফ হুইপ এবং সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
- এস এম শাহাজাদা--- সংসদ সদস্য, পটুয়াখালী-৩
- মহিব্বুর রহমান মহিব--- সংসদ সদস্য, পটুয়াখালী-৪
- অহনা রহমান লাকি –– অভিনেত্রী।
- রেজওয়ানা চৌধুরী বন্যা – সংগীত শিল্পী।
- গোলাম মাওলা রনি - সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ, লেখক ও সমালোচক।
Related
পটুয়াখালী জেলা হয় কবে?
১৮৬৭ সালের ২৭ মার্চ কলিকাতা গেজেটে পটুয়াখালী মহকুমা সৃষ্টির ঘোষণা প্রকাশিত হয়। ১৮৭১ সালে পটুয়াখালী মহকুমায় রূপান্তরিত হয়
Related
পটুয়াখালী জেলা কি জন্য বিখ্যাত?
পটুয়াখালী জেলা মৎস্য সম্পদে সমৃদ্ধ। নদী বিধৌত পটুয়াখালী জেলার খাল-বিল, পুকুর, নালা, নিম্নভূমি গুলো মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জেলার নদী মোহনাগুলো ইলিশ মাছের জন্য বিখ্যাত। পটুয়াখালী জেলার বনাঞ্চলের পরিমাণ খুবই কম।
Related
পটুয়াখালী কোন খাবারের জন্য বিখ্যাত
পটুয়াখালী জেলার বিখ্যাত খাবার মহিষের দই, বাপ্পি এবং কুয়াকাটা জন্য বিখ্যাত। পটুয়াখালী জেলাটি বরিশাল বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল, এটি আমাদের দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। আয়তনে এ জেলাটি প্রায় ৩২২০.১৫ বর্গ কিমি।
Related
পটুয়াখালী জেলা কবে শত্রুমুক্ত হয়?
দীর্ঘ ৮ মাস পাক-হানাদারদের হাতে অবরুদ্ধ থাকার পর একাত্তরের ৮ ডিসেম্বর পাকিস্তানী হানাদার মুক্ত হয় এই জেলা। এইদিনে একদিকে স্বজন হারানোর বিয়োগ ব্যাথার দীর্ঘশ্বাস, অন্যদিকে মুক্তির আনন্দে উদ্বেল, আর সৃষ্টি সুখের উল্লাস । হৃদয় উজাড় করে বরণ করে নেয় পটুয়াখালীবাসী হানাদার মুক্ত এই দিনটিকে।