পটুয়াখালী জেলায় চিত্তাকর্ষক স্থান গুলো কী কী?
24th Dec 2022 | পটুয়াখালী জেলা |
পটুয়াখালী জেলায় চিত্তাকর্ষক স্থান গুলো-
- কুয়াকাটা
- কুয়াকাটা জাতীয় উদ্যান
- কুয়াকাটা ইকোপার্ক
- কুয়াকাটা সমুদ্র সৈকত
- শ্রীরামপুর জমিদার বাড়ি
- মহেন্দ্র রায়ের জমিদার বাড়ি
- কানাই বলাই দিঘী
- কাজলার চর
- ফাতরার চর
- কুয়াকাটা বৌদ্ধ মন্দির
- হযরত ইয়ার উদ্দিন খলিফার মাজার
- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- সোনারচর, রাঙ্গাবালী উপজেলা
- জাহাজমারা সমুদ্র সৈকত, রাঙ্গাবালী উপজেলা
- জাহাজমারা (সখিনা পার্ক), রাঙ্গাবালী উপজেলা
- তুফানিয়ার চর, রাঙ্গাবালী উপজেলা
- মনিপাড়া মৎস খামার, রাঙ্গাবালী উপজেলা
- চরমোন্তাজ, রাঙ্গাবালী উপজেলা
- চরআন্ডা, রাঙ্গাবালী উপজেলা
- কলাগাছিয়ার চর, রাঙ্গাবালী উপজেলা
- কুয়াকাটা রাখাইন পল্লী
- মজিদবাড়িয়া মসজিদ
- সীমা বৌদ্ধ বিহার
- বীজ বর্ধন খামার
- পায়রা বন্দর
- পানি জাদুঘর
- পটুয়াখালী মেডিকেল কলেজ
- লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী, পটুয়াখালী
- পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়
- কালাইয়া প্রাচীন বন্দর
- শৌলা পার্ক
- কেশব পুর শিকদার বাড়ি
- পটুয়াখালী শেখ রাসেল শিশু পার্ক
- পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশু পার্ক
- ঘসেটি বিবির মসজিদ
- চন্দ্রদ্বীপের রাজকন্যা কমলারানীর দিঘি
- তমিরুদ্দিন আউলিয়ার মাজার - কালাইয়া
- মদনপুরার মৃৎশিল্প
- কালিশুরী ইসাখার মসজিদ
- শের-ই-বাংলার দাদার পৈতৃক বাড়ি
- পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
- ঝাউতলা পটুয়াখালী সদর
- কালাইয়া প্রাচীন বন্দর
- কুয়াকাটা রাখাইনপল্লী
- পায়রা সেতু
Related
পটুয়াখালী জেলা হয় কবে?
১৮৬৭ সালের ২৭ মার্চ কলিকাতা গেজেটে পটুয়াখালী মহকুমা সৃষ্টির ঘোষণা প্রকাশিত হয়। ১৮৭১ সালে পটুয়াখালী মহকুমায় রূপান্তরিত হয়
Related
পটুয়াখালী জেলা কি জন্য বিখ্যাত?
পটুয়াখালী জেলা মৎস্য সম্পদে সমৃদ্ধ। নদী বিধৌত পটুয়াখালী জেলার খাল-বিল, পুকুর, নালা, নিম্নভূমি গুলো মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জেলার নদী মোহনাগুলো ইলিশ মাছের জন্য বিখ্যাত। পটুয়াখালী জেলার বনাঞ্চলের পরিমাণ খুবই কম।
Related
পটুয়াখালী কোন খাবারের জন্য বিখ্যাত
পটুয়াখালী জেলার বিখ্যাত খাবার মহিষের দই, বাপ্পি এবং কুয়াকাটা জন্য বিখ্যাত। পটুয়াখালী জেলাটি বরিশাল বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল, এটি আমাদের দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। আয়তনে এ জেলাটি প্রায় ৩২২০.১৫ বর্গ কিমি।
Related
পটুয়াখালী জেলা কবে শত্রুমুক্ত হয়?
দীর্ঘ ৮ মাস পাক-হানাদারদের হাতে অবরুদ্ধ থাকার পর একাত্তরের ৮ ডিসেম্বর পাকিস্তানী হানাদার মুক্ত হয় এই জেলা। এইদিনে একদিকে স্বজন হারানোর বিয়োগ ব্যাথার দীর্ঘশ্বাস, অন্যদিকে মুক্তির আনন্দে উদ্বেল, আর সৃষ্টি সুখের উল্লাস । হৃদয় উজাড় করে বরণ করে নেয় পটুয়াখালীবাসী হানাদার মুক্ত এই দিনটিকে।