পলাশ উপজেলা সদরের অদুরে অবস্থিত পারুলিয়া এক সময় এ অঞ্চলের রাজধানী ছিল বলে যানা যায়। এ অঞ্চলের তৎকালিন জমিদার নরসিংহের নামানুসারেই প্রথমে নরসিংহদী এবং পরবর্তীতে নরসিংদী নামের উৎপত্তি হয়েছে বলে ধারনা করা হয়।
পলাশ উপজেলায় সমগ্র ভূ-খন্ডের মধ্যে প্রায় ০৪ বর্গ কি:মি: এলাকা জুড়ে নদী ও জলাশয় রয়েছে। এর ভূ-প্রকৃতিগত গঠন বিশ্লেষনে দেখা যায় যে, শতকরা ৩০ ভাগ এলাকা মধুপুর গড় ভূমির অন্তর্গত। বাকী ৭০ ভাগ এলাকা ব্রক্ষপুত্র নদের পলল গঠিত অসমতল ভূমি।
এই জেলা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা। নরসিংদী তাঁত শিল্পের জন্য বিখ্যাত। নরসিংদী জেলার কাপড় কিনে নিয়ে যায় পুরো বাংলাদেশ এর মানুষ এবং অন্যান্য দেশে রপ্তানি করে থাকে।
১৯৮৪ সালে নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব এবং রায়পুরা এ ০৬ টি উপজেলা এবং নরসিংদী পৌরসভা নিয়ে নরসিংদীকে জেলা ঘোষণা করে সরকার।
নরসিংদী জেলা বাংলাদেশের মধ্যভাগের ঢাকা বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল।
নরসিংদীকে ৩ নম্বর সেক্টরের অধীনে নেয়া হলে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মো. নূরুজ্জামান। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে শতাধিক খণ্ড যুদ্ধ সংঘটিত হয়।
১৯৭৭ পরবর্তী নারায়ণগঞ্জ মহকুমা থেকে নরসিংদী অঞ্চলকে একক মহকুমায় উন্নিতকরণ করার সুবাদে নরসিংদী পৌর পরিষদকে (ক) শ্রেনীর অন্তর্ভুক্ত করে স্থানীয় সরকারের স্বায়ত্তশাসিত ৩৩ টি মহল্লার সমন্বয়ে ৯ ওয়ার্ড বিশিষ্ট ১০.৩২ বর্গ কিঃ মিঃ আয়তন জুরে নরসিংদী পৌরসভায় রুপান্তর হয়।