The Ballpen
পিরোজপুর জেলায় নদ-নদী - theballpen

পিরোজপুর জেলায় নদ-নদী

25th Dec 2022 | পিরোজপুর জেলা |

দিঘি

খাবার পানি এবং গোসলাদির উৎস হিসেবে দিঘি খনন প্রাচীনকাল থেকেই জনহিতকর কাজ হিসেবে বিবেচিত হয়ে আসছে। জেলার বিভিন্ন এলাকায় এ ধরণের বেশ কয়েকটি দিঘি রয়েছে, যার একটি বিবরণ তুলে ধরা হলো :

স্বরূপকাঠির দস্তরখাঁর দিঘি: নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সোহাগদল গ্রামে দস্তর খাঁ নামে একজন সম্ভ্রান্ত ব্যক্তি এলাকার মানুষের পানীয় জলের অভাব দূর করতে প্রায় দু’শো বছর আগে একটি দিঘি খনন করেছিলেন। কিংবদন্তি আছে যে, এ দিঘির ঘাটে বড় বড় সামাজিক অনুষ্ঠানাদি আয়োজনের জন্য প্রয়োজনীয় থালা বাসন থেকে শুরু করে হাড়ি-পাতিল পানি থেকে উঠে আসতো। একবার এ সকল তৈজস পত্র ফেরত দেওয়ার সময় একটি লবনের বাটি রেখে দেওয়ার ঘটনায় অলৌকিকভাবে এসব বাসন-কোসন উঠে আসা বন্ধ হয়ে যায়। এ দিঘি ভরাট হয়ে অস্তিত্ব বিলীন হয়ে বর্তমানে এখানে চাষাবাদ করা হচ্ছে এবং বসত বাড়ি উঠছে।

ভান্ডারিয়ার ভেলাই চোকদারের দিঘি: পূর্ব ভান্ডারিয়া গ্রামে একটি প্রাচীন দিঘি রয়েছে। ভেলাই চোকদার নামক একজন ধনাঢ্য ব্যক্তি আনুমানিক পাঁচ একর জমির উপর আজ থেকে প্রায় দু’শো বছর আগে এ দিঘিটি খনন করেন। সাম্প্রতিককালে সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পারিবারিক উদ্যোগে এ দিঘিটি সংস্কার করে ব্যবহার উপযোগী করা হয়েছে। ভান্ডারিয়া মিয়া বাড়ির পূর্ব পাশে অবস্থিত এ দিঘির পাড়ে ভেলাই চোকদার নির্মিত একটি মসজিদসহ দু’টি দালান প্রাচীন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

জিয়ানগরের মধুমালা-মদনকুমারের দিঘি: পিরোজপুর জেলার উপজেলা জিয়ানগরের সর্ব দক্ষিণে বালিপাড়া ইউনিয়নের কলারন গ্রামে দু’টি দিঘির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। রূপকথার গল্পের মধুমালা-মদনকুমারের নামে এর নামকরন করা হয়। এ দিঘির খননকাল ও খননকারী উদ্যোক্তা হিসেবে কিছু কিংবদন্তি প্রচলিত থাকলেও সঠিকভাবে তেমনকিছু জানা যায় না। দিঘির কাছাকাছি স্থানীয় জনগন অধূনা একটি বাজার স্থাপন করে এর নাম দিয়েছে মধূমালার হাট।   

জোড়দিঘি: রায়েরকাঠি জমিদার বাড়িতেও কয়েকেটি দিঘি রয়েছে। এর মধ্যে জোড়দিঘি নামের দিঘির একটিতে পুরুষ ও অন্যটিতে মেয়েরা গোছল করতো। দু’টো পুকুরের মাঝের সংযোগ দিয়ে উভয় দিঘির পানির ভারসাম্য রক্ষা করা হতো। সংযোগস্থলে একটি মনোরম ঘাট ছিল। আজ জোড়দিঘি থাকলেও সংযোগ ঘাটটির বিলুপ্তি ঘটেছে। রায়েরকাঠি জমিদার বাড়ির সামনে অন্য একটি বৃহৎ পুকুর এখনও বিদ্যমান।

পিরোজপুরে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নদী। এখানে প্রধান নদী বলেশ্বর। এছাড়াও দামোদর, কচা, সন্ধ্যা, কালিগংগা, পোনা, গাবখান ইত্যাদি নদী রয়েছে।

বলেশ্বর:এই নদীটি পিরোজপুরের অন্যতম প্রধান নদী। এই নদী পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা থেকে শুরম্ন হয়েছে। নদীটি তুষখালীর কাছে কচানদীর সংগে মিলিত হয়ে মঠবাড়িয়া উপজেলারখেতাচিড়াকে পূর্বে রেখে বঙ্গোপসাগরে পড়েছে। বলেশ্বর নদী তীরবর্তী উলেস্নখযোগ্য শহর জনপদ হচ্ছে পিরোজপুর, মাটিভাংগা , বাগেরহাট জেলার কচুয়া রকেট ষ্টিমারস্টেশন এবং করতো। এখনও নদী অন্যতম নৌপথ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

কচা: এই নদীটি প্রশসত্মাতা ও গভীরতায় দিক দিয়ে জেলায় অন্যতম প্রধান নদী। পিরোজপুরের গুলারহাট বন্দরের কাছে সন্ধ্যা ও কালীগঙ্গার  ধারা কচা নাম নয়ে মঠবাড়িয়ার তুষখালীর  কাছে বলেশ্বর নদীতে মিলিত হয়েছে। এটিও আমর্ত্মজাতিক নদীপথ। এ নদীর উভয় পাড়ের উলেস্নখযোগ্য জনপথ ও স্থাপনাগুলো হলোুপাড়েরহাট বন্দর ও মৎস্য বন্দর, চরখালী,টগরা ফেরিঘাট,বেকুটিয়া ফেরিঘাট,তেলীখালী, পাঙ্গাশিয়া বাজার,। নদীটি স্বল্পদৈর্ঘ্যের হলেও অত্যামত্ম খরস্রোতা।

সন্ধ্যা: জেলার আরেকটি প্রধান নদী এটি। নদীটি আড়িয়াল খাঁ’র একটি শাখা নদী।নেছারবাদ( স্বরম্নপকাঠি) উপজেলার উত্তরদিক দিয়ে সন্ধ্যা নদী পিরোজপুর জেলায় প্রবেশ করেছে।নেছারবাদ সদর উপজেলা , শর্ষিণা,শরিফ, কাউখালী উপজেলা সদর ও বন্দর এই নদীর পাড়ের উলেস্নখযোগ্য স্থান।

কালীগঙ্গা: পিরোজপুর জেলা শহরেরা্ প্রবেশপথ গুলারহাট লঞ্চঘাট সবা বন্দর কালীগঙা নদী তীরে অবস্থিত।ছ নাজিরপুর উপজেলা সদর, শ্রীরামকাঠী বাজারও এ নদীর পাড়ে। নদীটি বলেশ্বর থেকে সূচিত।

তালতলা: এই নদী নাজিরপুর উপজেলার মাটিভাংগা ও সাঁচিয়া বাজারের কাছে মধুমতির স্রোতধারা ধারণ করে নাজিরপুরের দীর্ঘা গ্রামের কাছে কালিগঙ্গাতে মিশেছে।

মধুমতি: মধুমতি নদীটি এ জেলার মধ্যে আট কিলোমিটার স্থান দিয়ে প্রবাহিত। নাজিরপুর উপজেলার ঝনঝনিয়া থেকে এ নদী পিরোজপুরে প্রবেশ করেছে।দেশ প্রসিদ্ধ  এ নদীটি বলেশ্বর ও তালতলা নদীতে মিশে তার সুদীর্ঘ যাত্রা শেষ হয়েছে।

বেলুয়া:নেছারাবাদ ও নাজিরপুর উপজেলাকে বিভক্ত করে প্রবাহিত হচ্ছে বলুয়া নদীটি। নদীটির দৈর্ঘ্য প্রায় চলিস্নশ কিলোমিটার।

পোনা: ভান্ডারিয়া উপজেলা সদর পোনা নদীর তীরে অবস্থিত। পনের কিলোমিটার দীর্ঘ এ নদী কচা নদীতে মিশেছে।





Related

পিরোজপুর জেলা কি জন্য বিখ্যাত?

 পিরোজপুর জেলা নারিকেল, সুপারি, পেয়ারা, আমড়া এর জন্য বিখ্যাত।

প্রবাদ প্রবচন ও বিয়ের গানের জন্য পিরোজপুর বিখ্যাত। বর্তমানে উদীচী শিল্পী গোষ্ঠী, দিশারী শিল্পী গোষ্ঠী,সংগীতা, ধ্বনি শিল্পী গোষ্ঠী, রুপান্তর নাট্য গোষ্ঠী, পিরোজপুর থিয়েটার, কৃষ্ণচুড়া থিয়েটার, বলাকা নাট্যম্ প্রভৃতি সাংস্কৃতিক গোষ্ঠী আঞ্চলিক ঐতিহ্য লালন পালন ও প্রচারে একাগ্র প্রচেষ্টা অব্যাহত রেখেছে।



Related

পিরোজপুর কত নম্বর সেক্টরে ছিল?

মুক্তিযুদ্ধের সময় পিরোজপুর ছিল মুক্তিযুদ্ধের নবম সেক্টরের অধীন সুন্দরবন সাব-সেক্টর মেজর জিয়াউদ্দিন আহমেদ এর কমান্ডের আওতায়।



Related

পিরোজপুর জেলার ভৌগোলিক সীমানা

পিরোজপুরের উত্তরে বরিশাল জেলা ও গোপালগঞ্জ জেলা, দক্ষিণে বরগুনা জেলা, পূর্বে ঝালকাঠি জেলা ও বরগুনা জেলা এবং পশ্চিমে বাগেরহাট জেলা ও সুন্দরবন অবস্থিত। পশ্চিমে বলেশ্বর নদী পিরোজপুরকে বাগেরহাটের থেকে আলাদা করেছে।



Related

পিরোজপুর জেলার জনসংখ্যা কত?

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পিরোজপুর জেলার মোট জনসংখ্যা ১১,১৩,২৫৭ জন। এর মধ্যে পুরুষ ৫,৪৮,২২৮ জন এবং মহিলা ৫,৬৫,০২৯ জন। মোট পরিবার ২,৫৬,০০২টি।



Related

পিরোজপুর জেলার ভূ-ভাগের গঠন

পৌরাণিক ও ঐতিহাসিক মতে, ঋগবেদের আমলেও বঙ্গের দক্ষিণভাগ ছিল অতল সমুদ্রে নিমজ্জিত। মৌর্যযুগে পলল সংযোগে বাকলা-চন্দ্রদ্বীপ গড়ে ওঠলে ভূ-তাত্ত্বিকভাবে ক্রমশ পিরোজপুর ভূ-ভাগের পলল উত্থান ঘটে। পৌরাণিক নদী গঙ্গার পূর্বগামী শাখা নলিনী, হলদিনী, পাবনী নামে পরিচিত ছিল। পৌরাণিক নদীর উত্তরসূরী আধুনিক গঙ্গা, পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, সুগন্ধার পলিরেণু গাঙ্গেয় বদ্বীপে যে সব দ্বীপ তথা নব্য ভূ-ভাগ সৃষ্টি করে, পিরোজপুর জেলার জনপদ সে সব দ্বীপেরই অংশবিশেষ। তবে জনপদ হিসেবে গড়ে ওঠেছে আরও পরে। ঐতিহাসিকদের ধারণায় পাল ও সেন আমলে বিচ্ছিন্নভাবে জনবসতি গড়ে উঠতে শুরু করলেও মূলত মোগল ও সুলতানি আমলে এ অঞ্চলে ব্যাপক জনবসতি গড়ে ওঠে। তবে উনিশ শতক পর্যন্ত পিরোজপুর জেলার একটি অংশ ছিল জলাশয়। এর মধ্যে স্বরূপকাঠির সাতলা, নাজিরপুরের বিল ও ভান্ডারিয়া অঞ্চলে চেচরি-রামপুর বিল অন্যতম।