ফটিকছড়ি উপজেলায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কারা?
3rd Dec 2022 | চট্টগ্রাম জেলা |
ফটিকছড়ি উপজেলায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব :
- আবদুল বারী চৌধুরী – উপমহাদেশের বিখ্যাত দানবির জমিদার ব্যাবসায়ি ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা।
- জহুরুল হক চৌধুরী সমাজ সংস্কার জমিদার ও দানবির।
- মোজাহেরুল কুদ্দুস চৌধুরী ব্যাবসায়ি দানবির ও সমাজ সংস্কারক।
- আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী – সুফি সাধক।
- কাজি হাসমত আলী – সাহিত্যিক।
- জমিরুদ্দিন আহমদ – হাটহাজারী মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক (জ. ১৮৭৮)
- জামাল নজরুল ইসলাম – পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও অর্থনীতিবিদ।
- জিয়াউল হক মাইজভাণ্ডারী – সুফি সাধক।
- জুনায়েদ বাবুনগরী – ধর্মীয় নেতা ও হাদীস শাস্ত্রবিদ।
- তাজুল ইসলাম – বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
- নুরুল আলম চৌধুরী – রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা।
- আলহাজ্ব মাওলানা ইউসুফ সাহেব -- বাংলাদেশের নামে প্রথম খুতবা পাঠক ও ইসলামী পান্ডিত
- পূর্ণিমা – চলচ্চিত্র অভিনেত্রী।
- মুহম্মদ এনামুল হক – ভাষাবিদ ও সাহিত্যিক।
- মুহম্মদ মুকিম – ১৮শ শতকের কবি।
- মুহিব্বুল্লাহ বাবুনগরী – ইসলামি পণ্ডিত।
- রফিকুল আনোয়ার – রাজনীতিবিদ।
- শুভ রায় – বিজ্ঞানী ও কৃত্রিম কিডনির আবিষ্কারক।
- সাবিরিদ খান – পুঁথি সাহিত্যিক।
- সুজন বড়ুয়া – শিশু সাহিত্যিক।
- সুফি আজিজুর রহমান –– বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও সংস্কারক
- মুহাম্মদ মুজিবুল হক –রাজনীতিবিদ
Related
চট্টগ্রাম জেলার আয়তন কত?
চট্টগ্রাম জেলার মোট আয়তন ৫,২৮২.৯২ বর্গ কিলোমিটার (১,৩০৫,৪৩৮ একর)। আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা।
Related
চট্টগ্রাম জেলার জনসংখ্যা কত?
চট্টগ্রাম জেলার মোট জনসংখ্যা ৯১,৬৩,৭৬০ জন। এর মধ্যে পুরুষ ৪৫,৬৬,০৩৯ জন এবং মহিলা ৪৫,৯৭,০৭৬ জন এবং বাকি ৬৪৫ জন হিজড়া । জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১৭০০ জন।(২০২২ সালের জনশুমারি অনুযায়ী)
চট্টগ্রামের ধর্মবিশ্বাস-২০২২
ইসলাম (৮৭.৪৭%)
হিন্দু ধর্ম (১০.৭০%)
বৌদ্ধ ও অন্যান্য ধর্ম (১.৮৩%)
ধর্মবিশ্বাস অনুসারে এ জেলার মোট জনসংখ্যার ৮৭.৪৭% মুসলিম, ১০.৭০% হিন্দু এবং ১.৮৩% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী।
Related
চট্টগ্রাম জেলার অবস্থান ও সীমানা
বাংলাদেশের দক্ষিণ-পূর্বে ২১°৫৪´ থেকে ২২°৫৯´ উত্তর অক্ষাংশ এবং ৯১°১৭´ থেকে ৯২°১৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে চট্টগ্রাম জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ২৫৯ কিলোমিটার। এ জেলার দক্ষিণে কক্সবাজার জেলা; পূর্বে বান্দরবান জেলা, রাঙ্গামাটি জেলা ও খাগড়াছড়ি জেলা; উত্তরে ফেনী জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নোয়াখালী জেলা ও বঙ্গোপসাগর অবস্থিত। এছাড়া দ্বীপাঞ্চল সন্দ্বীপ চট্টগ্রামের অংশ।
Related
চট্টগ্রাম জেলা কত সালে গঠিত হয়?
১৬৬৬ সালে চট্টগ্রাম জেলা গঠিত হয়। তিন পার্বত্য জেলা এ জেলার অন্তর্ভুক্ত ছিল। ১৮৬০ সালে পার্বত্য এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করা হয়। পরবর্তীতে এ জেলা ভেঙ্গে কক্সবাজার জেলা গঠিত হয়।
Related
চট্রগ্রাম বিভাগ কত সালে গঠিত হয়?
১৬৬৬ সালে চট্টগ্রাম জেলা গঠিত হয়। তিন পার্বত্য জেলা এ জেলার অন্তর্ভুক্ত ছিল। ১৮৬০ সালে পার্বত্য এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করা হয়।