The Ballpen
ফরাসি বিপ্লবের পটভূমি কী ছিল? - theballpen

ফরাসি বিপ্লবের পটভূমি কী ছিল?

8th Jan 2023 | বিপ্লব |

ফরাসি বিপ্লবের পটভূমি

রাজনৈতিক অবস্থাঃ

আমলাতান্ত্রিক জটিলতাঃ

ধর্মীয় অবস্থাঃ

অর্থনৈতিক অবস্থাঃ

সামাজিক অবস্থাঃ

উপনিবেশঃ

সংস্কৃতিঃ

স্বৈরাচারী রাজতন্ত্রঃ এই বিপ্লবের রাজতন্ত্র ছিল স্বৈরাচারী ও কেন্দ্রীভূত। ফরাসি সম্রাট ক্রায়োদশ লুই ও তার মন্ত্রী কার্ডিনাল রিশল‍্যুর আমলে যে স্বৈরাচারী রাজতন্ত্রের উদ্ভব হয়েছিল তা মূলত অষ্টদশ শতাব্দীতে ষোড়শ লুইয়ের শাসনকালে  অপ্রতিহত ক্ষমতার অধিকারী হয়ে ওঠে ।

ষোড়শ লুই একজন দুর্বল শাসক থাকার কারণে তিনি সিংহাসনে আরোহন করার পর আরও সমস্যা হয়ে ওঠে। এর কারণেই রাজপ্রতিনিধি ইন্টেন্ডেন্টেদের সীমাহীন ক্ষমতা ত্বরান্বিত হয়েছিল। যার ফলস্বরূপ সাধারণ মানুষ তাদের অর্থলোলুপ নেকড়ে নামে অভিহিত করেছিল।

আইন ব্যবস্থাঃ এই সময় ফ্রান্সের আইন বিধিও ছিল ত্রুটিপূর্ণ। সমগ্র দেশের জন্য কোন বিধিবদ্ধ আইন দেখা যায়নি। বিভিন্ন প্রদেশের ভিন্ন ভিন্ন আইন ও বিচার ব্যবস্থা প্রচলিত ছিল। অনেক সময় রাজার আদেশ বা অনুশাসন আইনি হিসেবেই গণ্য করা হত।

বিচার ব্যবস্থাঃ এই সময় এক প্রকার দুর্নীতিগ্রস্ত। আবার লেএ-দ‍্য-ক‍্যাশে নামক গ্রেফতারি পরোয়ানা দ্বারা যেকোনো ব্যক্তিকে গ্রেফতার করা যেত। আবার লেএ দ‍্য গ্ৰেস গাড়ির মাধ্যমে অভিযুক্ত যে কোন ব্যক্তিকে ছেড়ে দেওয়া হত।

ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণঃ
কেবল রাজনৈতিক কারণই নয় অর্থনৈতিক কারণও নিরশনে সরকারের ব্যর্থতাও বিপ্লবকে অনিবার্য করে তুলেছিল। প্রশাসনিক ব‍্যয় অত্যাধিক মাত্রায় ছাড়িয়েছিল। এই ধরনের অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে অ্যাডাম স্মিথ তার তার বিখ্যাত বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশনস -এ ভ্রান্ত অর্থনীতির জাদুঘর হিসেবে চিহ্নিত করেছেন।

অর্থনৈতিক সংস্কারের ভিতর দিয়ে এই কাজটি করার চেষ্টা করেন রাজা ষোড়শ লুই। কিন্তু নিজেদের সুযোগসুবিধা বজায় রাখার জন্য অভিজাতরা তীব্র আন্দোলনে লিপ্ত হয়। এই আন্দোলনকে কোন কোন ঐতিহাসিক অভিজাত বিদ্রোহ বলেছেন।

ফরাসি বিপ্লবের সামাজিক কারণঃ
বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ ভিন্ন ভিন্ন তিনটে সম্প্রদায়ে বিভক্ত ছিল। যাজক, অভিজাত এবং এই দুই শ্রেণী ছাড়াও অন্যান্য ফরাসি জনগণ।

 

ফরাসি বিপ্লব সংঘটিত হওয়ার নৈপত্রে দার্শনিকদের ভূমিকা সম্পর্কে বিভিন্ন পণ্ডিতদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে। অলওয়েন হাফটন, সাইমন, শামা প্রমুখ মনে করেন দার্শনিক ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে ফরাসি বুদ্ধিজীবীরা গণমুখী, নাটক, সাহিত্য, চিত্রকলা সৃষ্টি করেছিলেন।

গুরুত্বপূর্ণ প্রশ্ন : 

1. ফরাসি বিপ্লবের জননী বলা হয় কাকে ?
উ: ফ্রান্সের প্যারিস শহরকে

2. ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিল কোনটি ?
উ: স্বাধীনতা, সাম্য ও মৈত্রী

3. ফরাসি বিপ্লব কবে হয়েছিল ?
উ: 1789 সালে 5 ই মে

4. ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয় ?
জাঁ জেকুইস রুশো কে।

5. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা রূপে নিযুক্ত ছিলেন কে ?
উ: ষোড়শ লুই





Related

ফরাসি বিপ্লব কত সালে হয়?

ফরাসি বিপ্লব হয় মে ৫, ১৭৮৯ সালে।

 



Related

ফরাসি বিপ্লবের জনক কে?

ফরাসি বিপ্লবের জনক বলা হয় দার্শনিক রুশোকে।

রোবসপীয়র ছিলেন এ বিপ্লবের নেতা।



Related

ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে?

নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। 



Related

ফরাসি বিপ্লবের স্লোগান বা মূলমন্ত্র কী ছিল?

ফরাসি বিপ্লবের স্লোগান বা মূলমন্ত্র ছিলো স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব।​​​​



Related

ফরাসি বিপ্লবের স্লোগানের প্রবক্তা কে?

ফরাসি বিপ্লবের স্লোগানের প্রবক্তা দার্শনিক রুশো।