ফেনী জেলার জনসংখ্যা কত?
23rd Nov 2022 | ফেনী জেলা |
ফেনী জেলার মোট জনসংখাঃ ১৪,৯৬,১৩৮ জন | (২০১১ সালের আদমশুমারী অনুয়ায়ী)
* পুরষঃ ৭,২২,৬২৬ জন
* নারীঃ ৭,৭৩,৫১২ জন
* জনসংখ্যার ঘনত্ব ১৪৫১ জন(প্রতি বর্গ কিঃ মিঃ)
Related
ফেনী জেলার বিখ্যাত ব্যক্তি কারা?
দেশের শিক্ষা ও সংস্কৃতিতে ফেনী জেলার উলেখ যোগ্য অবদান রয়েছে। ফেনী জেলার বরেণ্য ব্যক্তিদের মধ্যে উলেখযোগ্য কয়েকজনঃ
- কবি নবীন চন্দ্র সেন
- , কবি হাবিবুলাহ বাহার চৌধুরী,
- ভাষা সৈনিক আব্দুস সালাম,
- ভাষা সৈনিক গাজীউল হক,
- শহীদ বুদ্বিজীবি ও সাহিত্যিক শহীদুলাহ কায়সার,
- শহীদ বুদ্বিজীবি, সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান,
- শহীদ বুদ্বিজীবি ও সাংবাদিক সেলনা পারভীন,
- আধুনিক বাঙালি কবি বেলাল চৌধুরী
- কবি সামছুন্নাহার মাহমুদ
- , স্যার এ,এফ রহমান,
- নাট্যকার ও গবেষক সেলিম আল দীন প্রমুখ।
Related
ফেনী জেলার থানা কয়টি?
ফেনী জেলার থানাঃ ৬ টি,
- ফেনী সদর,
- ছাগলনাইয়া,
- সোনাগাজী
- ফূলগাজী,
- পরশুরাম,
- দাগনভূঞা |