বরিশাল জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলো কী কী?
25th Dec 2022 | বরিশাল জেলা |
বরিশাল জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলো -
- চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া
- সৈয়দ হাতেম আলী কলেজ
- ব্রজমোহন কলেজ
- শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)
- বরিশাল বিশ্ববিদ্যালয়
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ
- বরিশাল সরকারি মহিলা কলেজ
- বরিশাল সরকারি কলেজ
- বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউট
- বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
- বরিশাল মডেল কলেজ
- জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া বরিশাল
- শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়
- বরিশাল জিলা স্কুল
- বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়
- শহীদ আরজুমনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়
- বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়
- ব্রজমোহন মাধ্যমিক বিদ্যালয়
- বরিশাল কালেক্টরেট মাধ্যমিক বিদ্যালয়
- এস.সি.জি.এস মাধ্যমিক বিদ্যালয়
- টাউন মাধ্যমিক বিদ্যালয়
- কামারখালি কে এস ইউ মাধ্যমিক বিদ্যালয়
- আলহাজ্ব হযরত আলি ডিগ্রি কলেজ
- মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়
- আছমত আলী মাধ্যমিক বিদ্যালয়
- নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়
- ব্যাপ্টিষ্ট মিশন বালক মাধ্যমিক বিদ্যালয়
- হানুয়া লক্ষ্মীপাশা মুহাম্মাদিয়া আলিম মাদরাসা (কবাই, বাকেরগঞ্জ, বরিশাল।)
- উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় (উলানিয়া, মেহেন্দিগন্জ)
- নপাইয়া হোগলটুলি হামিদিয়া ফাজিল মাদরাসা (মেহেন্দিগঞ্জ, বরিশাল)
- কাশিপুর গার্লস স্কুল এন্ড কলেজ
- রূপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়
- শেরে-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়
- মথুরানাথ পাবলিক স্কুল
- অক্সফোর্ড মিশন মাধ্যমিক বিদ্যালয়
- কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়
- জগদীশ সাবস্বত বালিকা স্কুল ও কলেজ
- এম.এম. (মমতাজ মজিদু্ন্নেছা) বালিকা মাধ্যমিক বিদ্যালয়
- বরিশাল নৈশ মাধ্যমিক বিদ্যালয়
- পাতারহাট ইসলামীয়া ফাযিল মাদ্রাসা (মেহেন্দিগঞ্জ)
- লস্করপুর দাথিল মাদ্রাসা (মেহেন্দিগঞ্জ )
- পাতারহাট সরকারি আর. সি. কলেজ (মেহেন্দিগঞ্জ)
- রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়,আগৈলঝাড়া
- ধামুড়া ডিগ্রি কলেজ,উজিরপুর
- কাজলাকাঠি হাফেজ তালুকদার মাধ্যমিক বিদ্যালয়
- উজিরপুর আলিম মাদ্রাসা
- ডব্লিউ বি ইউনিয়ন ইনষ্টিটিউশন, উজিরপুর
- কাসেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, গৌরনদী
- এ ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়,বরিশাল
- আলেকান্দা সরকারি কলেজ,বরিশাল
- মেদাকুল বি.এম.এস.ইনস্টিটিউশন, গৌরনদী
- সরকারি মুলাদী মাহামুদজান মাধ্যমিক বিদ্যালয়
- চন্দ্রমোহন আর এম মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল
- চরকালেখান আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়।
- চরকালেখান আদর্শ ডিগ্রি কলেজ।
Related
বরিশাল কবে জেলা হয়?
তৎকালীন সময়ের প্রভাবশালী জমিদার আগা বাকের খানের নামানুসারে এ জেলার নামকরণ হয়। ১৮০১ সালের ১লা মে স্যার জন শ্যোর এ জেলার সদর দপ্তর বর্তমানে বরিশাল শহরে স্থানান্তরিত করেন। পরবর্তীতে বরিশাল নামেই এ জেলা পরিচিতি পায়। ১৮১৭ সালে এই জেলা একটি কালেক্টরেটে পরিণত হয়।
Related
বরিশালের শিক্ষার হার কত ২০২২?
সাক্ষরতার হারের এ চিত্র উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা, ২০২২-এর প্রাথমিক প্রতিবেদনে। জনশুমারি ও গৃহগণনার প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, সাক্ষরতার হারে সবচেয়ে এগিয়ে ঢাকা বিভাগ, হার প্রায় ৭৯। এর পরে রয়েছে বরিশাল, ৭৭ দশমিক ৫৭ শতাংশ।
Related
বরিশাল বিভাগ প্রতিষ্ঠিত হয় কত সালে?
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৮৪ সালে বাকি চারটি মহকুমা জেলায় রূপান্তরিত হয় এবং বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ভোলা ও ঝালকাঠী এই ছয়টি জেলা নিয়ে ১৯৯৩ সালের ১লা জানুয়ারি বরিশাল বিভাগের কার্যক্রম শুরু হয়।