কয়েক হাজার বছর পূর্বে বঙ্গোপসাগরের উপকূলীয় মোহনা বাঁশখালীতে জনবসতি গড়ে উঠে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সাথে নিত্য সংগ্রাম করে টিকে থাকতে হলেও দিনে দিনে সমৃদ্ধ হয়েছে এ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য। বাঁশখালীর গ্রামীণ জনপদের লোকজ আচার অনুষ্ঠানই বাঁশখালীর সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে। বাউল, ভাটিয়ালী, ভাওয়াইয়া, জারি, সারি, মুর্শেদি, কীর্তন, পালা, বারমাসীসহ বিভিন্ন আঞ্চলিক গান, বচন, ধাঁধাঁ, ছড়া, পুঁথি,উপকথা, রূপকথা এ সবকিছুই এ অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির নিদর্শন। বাঁশখালীর মানুষ চট্টগ্রামের আঞ্চলিক ভাষাতেই কথা বলে। আঞ্চলিক ভাষায় রচিত কিছু গান সারা দেশেই বিখ্যাত। এর মধ্যে উল্লেখ্য
ওরে সাম্পানওয়ালা, তুই মোরে করলি দেওয়ানা
অথবা
বাঁশখালী-মঈশখালী, পাল উড়াইয়া দিলে সাম্পান গুরগরই চলে
বাঁশখালীর পুরুষ/ছেলেরা মূলতঃ লুঙ্গি-কোর্তা মেয়েরা মূলতঃ শাড়ী বা সেলোয়ার-কামিজ পড়ে। আতপ চালের ভাত এবং সবজি প্রধান খাবার। খেলাধূলার ক্ষেত্রে দাড়িয়াবান্ধা, হাডুডু, কাবাডি ও গোল্লাছুট উঠে গিয়ে ফুটবল, ক্রিকেট ও বেডমিন্টন সে স্থান দখল করলেও নৌকা বাইচের প্রচলন এখনও আছে।
চট্টগ্রাম জেলার মোট আয়তন ৫,২৮২.৯২ বর্গ কিলোমিটার (১,৩০৫,৪৩৮ একর)। আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা।
চট্টগ্রাম জেলার মোট জনসংখ্যা ৯১,৬৩,৭৬০ জন। এর মধ্যে পুরুষ ৪৫,৬৬,০৩৯ জন এবং মহিলা ৪৫,৯৭,০৭৬ জন এবং বাকি ৬৪৫ জন হিজড়া । জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১৭০০ জন।(২০২২ সালের জনশুমারি অনুযায়ী)
চট্টগ্রামের ধর্মবিশ্বাস-২০২২
ইসলাম (৮৭.৪৭%)
হিন্দু ধর্ম (১০.৭০%)
বৌদ্ধ ও অন্যান্য ধর্ম (১.৮৩%)
ধর্মবিশ্বাস অনুসারে এ জেলার মোট জনসংখ্যার ৮৭.৪৭% মুসলিম, ১০.৭০% হিন্দু এবং ১.৮৩% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বে ২১°৫৪´ থেকে ২২°৫৯´ উত্তর অক্ষাংশ এবং ৯১°১৭´ থেকে ৯২°১৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে চট্টগ্রাম জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ২৫৯ কিলোমিটার। এ জেলার দক্ষিণে কক্সবাজার জেলা; পূর্বে বান্দরবান জেলা, রাঙ্গামাটি জেলা ও খাগড়াছড়ি জেলা; উত্তরে ফেনী জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নোয়াখালী জেলা ও বঙ্গোপসাগর অবস্থিত। এছাড়া দ্বীপাঞ্চল সন্দ্বীপ চট্টগ্রামের অংশ।
১৬৬৬ সালে চট্টগ্রাম জেলা গঠিত হয়। তিন পার্বত্য জেলা এ জেলার অন্তর্ভুক্ত ছিল। ১৮৬০ সালে পার্বত্য এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করা হয়। পরবর্তীতে এ জেলা ভেঙ্গে কক্সবাজার জেলা গঠিত হয়।
১৬৬৬ সালে চট্টগ্রাম জেলা গঠিত হয়। তিন পার্বত্য জেলা এ জেলার অন্তর্ভুক্ত ছিল। ১৮৬০ সালে পার্বত্য এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করা হয়।