বাউফল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলো কী কী?
24th Dec 2022 | পটুয়াখালী জেলা |
বাউফল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলো -
এ উপজেলায় মহাবিদ্যালয়ের সংখ্যা ১৩টি, মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৫৫টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ০৪টি, মাদরাসা, প্রাথমিক বিদ্যালয় ২২৫টি।
শিক্ষা প্রতিষ্ঠান
- ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়।
- নুরাইনপুর অগ্রনী বিদ্যাপীঠ।
- কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজ।
- বাউফল সরকারি কলেজ।
- ভরিপাশা ছালেহীয়া মোহেব্বীয়া দ্বীনিয়া ও হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স
- কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ।
- ছিটকা মহসীন মাধ্যমিক বিদ্যালয়।
- বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়
- বাউফল মাধ্যমিক বিদ্যালয়।
- কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়।
- মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়।
- দাস পাড়া মাধ্যমিক বিদ্যালয়।
- সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়।
- বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়।
- আব্দুর রসিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়।
- নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়।
- নওমালা মাধ্যমিক বিদ্যালয়।
- কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়।
- কারখানা মাধ্যমিক বিদ্যালয়
- বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়
- ইয়াকুব শরিফ ডিগ্রী কলেজ
- আয়লা মাধ্যমিক বিদ্যালয়
- কালিশুরী কলেজ।
- নওমালা কলেজ।
- কেশবপুর কলেজ।
- নুরাইনপুর কলেজ।
- ধুলিয়া কলেজ।
- আড়াইনাও সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়।
- ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়।
- রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসা।
- ভরিপাশা সৈয়দ মর্তুজা দাখিল মাদ্রাসা।
- কালাইয়া রাব্বানিয়া ফাজিল মাদ্রাসা।
- কেশবপুর ফজলুল হক আলিম মাদ্রাসা।
- বাজেমহল ওবাইদিয়া ফাজিল মাদ্রাসা।
- আসাদুজ্জামান তুষার নূরানী ও হাফেজিয়া মাদরাসা।
- পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়।
- মাধবপুর এন.কে.মাধ্যমিক বিদ্যালয়।
Related
পটুয়াখালী জেলা হয় কবে?
১৮৬৭ সালের ২৭ মার্চ কলিকাতা গেজেটে পটুয়াখালী মহকুমা সৃষ্টির ঘোষণা প্রকাশিত হয়। ১৮৭১ সালে পটুয়াখালী মহকুমায় রূপান্তরিত হয়
Related
পটুয়াখালী জেলা কি জন্য বিখ্যাত?
পটুয়াখালী জেলা মৎস্য সম্পদে সমৃদ্ধ। নদী বিধৌত পটুয়াখালী জেলার খাল-বিল, পুকুর, নালা, নিম্নভূমি গুলো মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জেলার নদী মোহনাগুলো ইলিশ মাছের জন্য বিখ্যাত। পটুয়াখালী জেলার বনাঞ্চলের পরিমাণ খুবই কম।
Related
পটুয়াখালী কোন খাবারের জন্য বিখ্যাত
পটুয়াখালী জেলার বিখ্যাত খাবার মহিষের দই, বাপ্পি এবং কুয়াকাটা জন্য বিখ্যাত। পটুয়াখালী জেলাটি বরিশাল বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল, এটি আমাদের দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। আয়তনে এ জেলাটি প্রায় ৩২২০.১৫ বর্গ কিমি।
Related
পটুয়াখালী জেলা কবে শত্রুমুক্ত হয়?
দীর্ঘ ৮ মাস পাক-হানাদারদের হাতে অবরুদ্ধ থাকার পর একাত্তরের ৮ ডিসেম্বর পাকিস্তানী হানাদার মুক্ত হয় এই জেলা। এইদিনে একদিকে স্বজন হারানোর বিয়োগ ব্যাথার দীর্ঘশ্বাস, অন্যদিকে মুক্তির আনন্দে উদ্বেল, আর সৃষ্টি সুখের উল্লাস । হৃদয় উজাড় করে বরণ করে নেয় পটুয়াখালীবাসী হানাদার মুক্ত এই দিনটিকে।