বাঘারপাড়া উপজেলায় প্রতি বছর হাডুডু, ফুটবল, গরুর গাড়ি দৌড় সহ নানাবিধ খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া এখানকার ছেলে মেয়েরা জাতীয় পর্যায়ে বিভিন্ন
খেলায়অংশগ্রহনকরে।
এবার ব্রাদার্স ইউনিয়ন ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেট লীগে খেলবে বাঘারপাড়ার শেখর রায়। ২০১৩ সালের ঢাকা প্রিমিয়ার লীগ খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৯ আগস্ট। শেখর চন্দ্র রায় প্রিমিয়ার লীগ খেলায় সুযোগ পাওয়ায় বাঘারপাড়ার ক্রীড়া জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। শেখর রায় বাঘারপাড়ার রাঘবপুর গ্রামের শ্রীবাস চন্দ্র রায় ও মাতা সন্ধ্যা রায়ের একমাত্র পুত্র। তিনি যশোর ক্যান্টনমেন্ট কলেজের বিবিএ শাখার ছাত্র। কৃতি খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পাওয়ার পেছনে গ্রামের ক্রীড়ামোদী বন্ধু-বান্ধব, যশোরের কোচ ও পিতা-মাতার আবদানের কথা উল্লেখ করেছেন তিনি। তিনি সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।
যশোর জেলা খই, খেজুর গুড় ও জামতলার মিষ্টির জন্য বিখ্যাত। তাছাড়া যশোর জেলাটিকে বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয়।
যশোরের বিখ্যাত খাবার হকদানা, ছাক্কা, ডিমের খাট্টা, কাঁঠালের বিচি দিয়ে কুকড়োর (মুরগি) মাংস, চুই ঝাল খাসির মাংস যশোর অঞ্চলের শত বছরের রান্নার ইতিহাসকে সমুজ্জ্বল রেখেছে। যশোরের প্রায় সবার প্রিয় খাবার ঘাটকোল। প্রচলিত নাম ঘেঁটকচু।হকদানা, ছাক্কা, ডিমের খাট্টা, কাঁঠালের বিচি দিয়ে কুকড়োর (মুরগি) মাংস, চুই ঝাল খাসির মাংস যশোর অঞ্চলের শত বছরের রান্নার ইতিহাসকে সমুজ্জ্বল রেখেছে। যশোরের প্রায় সবার প্রিয় খাবার ঘাটকোল। প্রচলিত নাম ঘেঁটকচু।
জামতলার মিষ্টি হলো বাংলাদেশের যশোর জেলার জামতলা বাজারে উৎপন্ন একটি বিখ্যাত মিষ্টি। এটি ছানা দিয়ে তৈরি গোলাকৃতির একটি মিষ্টি যা ঘন চিনির রসে ডুবানো থাকে। এই মিষ্টি রসগোল্লার একটি প্রকরণ। এটি দেখতে কিছুটা লালচে বা বাদামী রংয়ের হয়ে থাকে। জামতলা বাজারের সাদেক আলী নামক জনৈক ব্যক্তি এই মিষ্টি তৈরি করেন বলে এটি সাদেক গোল্লা নামেও পরিচিত।
যশোর কে ফুলের রাজধানী বলা হয় কেননা যশোরের গদখালি থেকে বাংলাদেশের ৮০% ফুল সরবরাহ করা হয়। বাংলাদেশের সব থেকে বড় স্থলবন্দর বেনাপোল যশোরে অবস্থিত। যশোরে বহু ঐতিহাসিক নিদর্শন রয়েছে। ব্রিটিশ আমলে যশোর বিমানবন্দর নির্মিত হয়েছিল যা এখন আন্তর্জাতিকীকরণের কাজ চলছে।
ষোড়শ শতাব্দীর শেষ ভাগে গৌড়ের শাসনকর্তা দাউদের একজন বিশ্বস্ত সহযোগী শ্রীহরি ১৫৭৪ সালের যশোরের স্বাধীনতা ঘোষণা করেন এবং স্বাধীন যশোর রাজ্যের প্রতিষ্ঠা করেন।