The Ballpen
বাঘারপাড়া উপজেলার ভাষা ও সংস্কৃতি - theballpen

বাঘারপাড়া উপজেলার ভাষা ও সংস্কৃতি

15th Dec 2022 | যশোর জেলা |

শিল্প,সাহিত্য,সংস্কৃতি সমাজের দর্পন। এর মাঝে প্রতিবিম্বত-প্রতিফলিত হয় সমাজের প্রতিচ্ছবি। উন্নত সমৃদ্ধ শিল্প,সাহিত্যসংস্কৃতি উন্নত-সমৃদ্ধ সমাজের পরিচায়ক। এর চর্চা ও অনুশীলন দেশ ও সমাজকে করে পরিশীতল,মার্জিত,উন্নত ও সর্মদ্ধ।

আমাদের বর্তমান শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চা অনেকটা শহরকেন্দ্রিক । আবহমানকাল থেকে প্রত্যন্ত গ্রাম পর্যায়েও যে এর শেকড় গ্রোথিত তা আমাদের লোকজ সাহিত্য ও সংস্কৃতির ভিতর নিহিত। কিন্তু যান্ত্রিক সভ্যতা ও আকাশ সংস্কৃতির ভিড়ে তা অনেকটা ম্রিয়মান।

শিক্ষার সাথে সাহিত্য সংস্কৃতির সম্পর্ক অত্যন্ত নিবিড়। শিক্ষার অগ্রগতির সাথে সাথে শিল্প,সাহিত্য ও সংস্কৃতিও বিকশিত হয়,এগিয়ে যায়। উন্নত শিক্ষা,সাহিত্য ও সংস্কৃতি উন্নত ও সমৃদ্ধ সমাজের পরিচায়ক। শিক্ষার উন্নয়নের সাথে সাথে যেমন মানুষের জীবন মানের উন্নয়ন ঘটে তেমনি তার কৃষ্টি ও সংস্কৃতিতেও আসে উৎকর্ষতার ছাপ। সকল উন্নয়নের প্রাণ শিক্ষা । শিক্ষাকে এগিয়ে নিতে পারলে অন্যান্য উন্নয়নও সমান্তরালভাবে এগিয়ে যায়। তাই শিক্ষাকে এগিয়ে নিতে হবে সবার আগে।

বাঘারপাড়া উপজেলায় একই ভাষাভাষী মানুষ বসবাস করে। এখান কার মানুষের সংস্কৃতির মধ্যে বিরাজ করছে চিরচারিত গ্রামবাংলার ছাপ।বাঘারপাড়া উপজেলায় আদিবাসিরা বসবাস করে। তারা তাদের নিজস্ব সংস্কৃতির মাধ্যমে নিজেদের পরিচিতিকে উজ্জ্বল করে রেখেছে। এখানকার মানুষজন শান্তিপ্রিয়। সকল ধর্মাবলীর মানুষ এখানে শান্তিতে বসবাস করে।





Related

যশোর জেলা কিসের জন্য বিখ্যাত?

যশোর জেলা খই, খেজুর গুড় ও জামতলার মিষ্টির জন্য বিখ্যাত। তাছাড়া যশোর জেলাটিকে বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয়।



Related

যশোর কোন খাবারের জন্য বিখ্যাত

যশোরের বিখ্যাত খাবার হকদানা, ছাক্কা, ডিমের খাট্টা, কাঁঠালের বিচি দিয়ে কুকড়োর (মুরগি) মাংস, চুই ঝাল খাসির মাংস যশোর অঞ্চলের শত বছরের রান্নার ইতিহাসকে সমুজ্জ্বল রেখেছে। যশোরের প্রায় সবার প্রিয় খাবার ঘাটকোল। প্রচলিত নাম ঘেঁটকচু।হকদানা, ছাক্কা, ডিমের খাট্টা, কাঁঠালের বিচি দিয়ে কুকড়োর (মুরগি) মাংস, চুই ঝাল খাসির মাংস যশোর অঞ্চলের শত বছরের রান্নার ইতিহাসকে সমুজ্জ্বল রেখেছে। যশোরের প্রায় সবার প্রিয় খাবার ঘাটকোল। প্রচলিত নাম ঘেঁটকচু।



Related

যশোরের বিখ্যাত মিষ্টি কী?

জামতলার মিষ্টি হলো বাংলাদেশের যশোর জেলার জামতলা বাজারে উৎপন্ন একটি বিখ্যাত মিষ্টি। এটি ছানা দিয়ে তৈরি গোলাকৃতির একটি মিষ্টি যা ঘন চিনির রসে ডুবানো থাকে। এই মিষ্টি রসগোল্লার একটি প্রকরণ। এটি দেখতে কিছুটা লালচে বা বাদামী রংয়ের হয়ে থাকে। জামতলা বাজারের সাদেক আলী নামক জনৈক ব্যক্তি এই মিষ্টি তৈরি করেন বলে এটি সাদেক গোল্লা নামেও পরিচিত।



Related

যশোর কে কি বলা হয়?

যশোর কে ফুলের রাজধানী বলা হয় কেননা যশোরের গদখালি থেকে বাংলাদেশের ৮০% ফুল সরবরাহ করা হয়। বাংলাদেশের সব থেকে বড় স্থলবন্দর বেনাপোল যশোরে অবস্থিত। যশোরে বহু ঐতিহাসিক নিদর্শন রয়েছে। ব্রিটিশ আমলে যশোর বিমানবন্দর নির্মিত হয়েছিল যা এখন আন্তর্জাতিকীকরণের কাজ চলছে।



Related

যশোর জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়?

ষোড়শ শতাব্দীর শেষ ভাগে গৌড়ের শাসনকর্তা দাউদের একজন বিশ্বস্ত সহযোগী শ্রীহরি ১৫৭৪ সালের যশোরের স্বাধীনতা ঘোষণা করেন এবং স্বাধীন যশোর রাজ্যের প্রতিষ্ঠা করেন।