The Ballpen
বেগমগঞ্জ উপজেলায় ভাষা ও সংস্কৃতি কী? - theballpen

বেগমগঞ্জ উপজেলায় ভাষা ও সংস্কৃতি কী?

28th Nov 2022 | নোয়াখালী জেলা |

বেগমগঞ্জ উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত এই উপজেলাকে ঘিরে রয়েছে সোনাইমুড়ী,সেনবাগ,লক্ষীপুর সদর, নোয়াখালী সদর সহ চট্টগ্রাম বিভাগের অন্যান্য উপজেলাসমূহ। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই, তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন কথ্য ভাষায় মহাপ্রাণধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে। বেগমগঞ্জ, উপজেলার আঞ্চলিক ভাষার সাথে লক্ষীপুর, ফেনী্র সম্পুর্ন ও কুমিল্লার আংশিক মিল রয়েছে।





Related

নোয়াখালী জেলার পৌরসভা কয়টি ও কী কী?

নোয়াখালী জেলার : ৮টি পৌরসভা,

  • কবিরহাট,
  • বসুরহাট ,
  • ;চাটখিল ,
  • চাটখিল,
  • চৌমুহনী, 
  • ;সেনবাগ, 
  • সোনাইমুড়ি,
  •  হাতিয়া,


Related

নোয়াখালী জেলার উপজেলা কয়টি ও কি কি?

নোয়াখালী জেলার উপজেলা কয়টি ৯ টি

  • কবিরহাট,
  • কোম্পানীগঞ্জ,
  • চাটখিল,
  • নোয়াখালী সদর,
  • বেগমগঞ্জ,
  • সুবর্ণচর,
  • সেনবাগ,
  • সোনাইমুড়ি,
  • হাতিয়া


Related

নোয়াখালী জেলার আয়তন কত?

নোয়াখালী জেলার মোট আয়তন: ৪২০২.৭০ বর্গ কিলোমিটার।



Related

নোয়াখালী জেলা কোন বিভাগে অবস্থিত?

নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এর পূর্বনাম ছিল ভুলুয়া। উপজেলার সংখ্যানুসারে নোয়াখালী বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা



Related

নোয়াখালী জেলার বিখ্যাত কেন?
  • নোয়াখালী জেলা নারকেল নাড়ু, ম্যাড়া পিঠা ও খোলাজা পিঠার জন্য বিখ্যাত।
  • নোয়াখালীর ভাষা
  • কৃতি ব্যক্তিত্ব
  • আতিথেয়তা
  • দর্শনীয় স্থান
  • পিঠা