বোয়ালখালী উপজেলায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কারা?
3rd Dec 2022 | চট্টগ্রাম জেলা |
বোয়ালখালী উপজেলায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব :
- মাওলানা অছিয়র রহমান ফারুকী –– সুফি সাধক।
- অতুলচন্দ্র দত্ত –– সাহিত্যিক।
- আব্দুল ওয়াহেদ বাঙ্গালী –– ইসলামি পণ্ডিত, সমাজ সংস্কারক।
- আশুতোষ চৌধুরী –– কবি ও লোকগীতি সংগ্রাহক।
- কবরী সারোয়ার –– অভিনেত্রী।
- কমর আলী –– সঙ্গীতজ্ঞ ও কবি।
- কল্পনা দত্ত –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
- কালিকারঞ্জন কানুনগো –– শিক্ষাবিদ ও ঐতিহাসিক।
- তারকেশ্বর দস্তিদার –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
- ধীরেন্দ্রলাল বড়ুয়া –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
- নির্মল লালা –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
- নূর মোহাম্মদ চৌধুরী –– বীর মুক্তিযোদ্ধা।
- প্রভাসচন্দ্র বল –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
- বিনয় বাঁশি জলদাস –– যন্ত্রসংগীত শিল্পী।
- বিনোদ বিহারী চৌধুরী –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
- বিনোদবিহারী দত্ত –– শিক্ষাবিদ।
- মইন উদ্দীন খান বাদল –– রাজনীতিবিদ।
- মতিলাল কানুনগো –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
- মধুসূদন দত্ত –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
- মহেন্দ্রলাল বিশ্বাস –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
- মুহাম্মদ ইদ্রিস রেজভী –– ইসলামী ব্যক্তিত্ব।
- মোহাম্মদ মুছা চৌধুরী –– বীর মুক্তিযোদ্ধা।
- আ হ ম নাসির উদ্দিন চৌধুরী –– বীর মুক্তিযোদ্ধা।
- রমা চৌধুরী –– একাত্তরের বীরাঙ্গনা এবং লেখিকা।
- রমেশ শীল –– কবিয়াল।
- রামকৃষ্ণ বিশ্বাস –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
- লোকনাথ বল –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
- শেফালী ঘোষ –– আঞ্চলিক সংগীত শিল্পী।
- শ্রী চিন্ময় –– মহাত্মা ও হিন্দুধর্মের সংস্কারক।
- সুচরিত চৌধুরী –– সংগীত শিল্পী ও কথা সাহিত্যিক।
- হরিগোপাল বল –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
Related
চট্টগ্রাম জেলার আয়তন কত?
চট্টগ্রাম জেলার মোট আয়তন ৫,২৮২.৯২ বর্গ কিলোমিটার (১,৩০৫,৪৩৮ একর)। আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা।
Related
চট্টগ্রাম জেলার জনসংখ্যা কত?
চট্টগ্রাম জেলার মোট জনসংখ্যা ৯১,৬৩,৭৬০ জন। এর মধ্যে পুরুষ ৪৫,৬৬,০৩৯ জন এবং মহিলা ৪৫,৯৭,০৭৬ জন এবং বাকি ৬৪৫ জন হিজড়া । জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১৭০০ জন।(২০২২ সালের জনশুমারি অনুযায়ী)
চট্টগ্রামের ধর্মবিশ্বাস-২০২২
ইসলাম (৮৭.৪৭%)
হিন্দু ধর্ম (১০.৭০%)
বৌদ্ধ ও অন্যান্য ধর্ম (১.৮৩%)
ধর্মবিশ্বাস অনুসারে এ জেলার মোট জনসংখ্যার ৮৭.৪৭% মুসলিম, ১০.৭০% হিন্দু এবং ১.৮৩% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী।
Related
চট্টগ্রাম জেলার অবস্থান ও সীমানা
বাংলাদেশের দক্ষিণ-পূর্বে ২১°৫৪´ থেকে ২২°৫৯´ উত্তর অক্ষাংশ এবং ৯১°১৭´ থেকে ৯২°১৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে চট্টগ্রাম জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ২৫৯ কিলোমিটার। এ জেলার দক্ষিণে কক্সবাজার জেলা; পূর্বে বান্দরবান জেলা, রাঙ্গামাটি জেলা ও খাগড়াছড়ি জেলা; উত্তরে ফেনী জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নোয়াখালী জেলা ও বঙ্গোপসাগর অবস্থিত। এছাড়া দ্বীপাঞ্চল সন্দ্বীপ চট্টগ্রামের অংশ।
Related
চট্টগ্রাম জেলা কত সালে গঠিত হয়?
১৬৬৬ সালে চট্টগ্রাম জেলা গঠিত হয়। তিন পার্বত্য জেলা এ জেলার অন্তর্ভুক্ত ছিল। ১৮৬০ সালে পার্বত্য এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করা হয়। পরবর্তীতে এ জেলা ভেঙ্গে কক্সবাজার জেলা গঠিত হয়।
Related
চট্রগ্রাম বিভাগ কত সালে গঠিত হয়?
১৬৬৬ সালে চট্টগ্রাম জেলা গঠিত হয়। তিন পার্বত্য জেলা এ জেলার অন্তর্ভুক্ত ছিল। ১৮৬০ সালে পার্বত্য এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করা হয়।