মনপুরা উপজেলার ইউনিয়ন :৪টি,
ইউনিয়নসমূহ:
বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন এ মনপুরা উপজেলা সংসদীয় আসন ভোলা-৪। চরফ্যাশন উপজেলা ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত এ আসনটি জাতীয় সংসদে ১১৮ নং আসন হিসেবে চিহ্নিত। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন, ১৯৮৬ নির্বাচন হয় এবং মনপুরা সংসদীয় আসনটি তৈরি করা হয়। প্রথম নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টি (এরশাদ) দলের সাদ জগলুল হায়দার। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, ১৯৯১ বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনায়নে অধক্ষ্য নজরুল ইসলাম নির্বাচিত হন।ষষ্ঠ জাতীয় সংসদ, সপ্তম জাতীয় সংসদ ও অষ্টম জাতীয় সংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মনোনায়নে নাজিম উদ্দিন আলম নির্বাচিত হন। নবম জাতীয় সংসদ,দশম জাতীয় সংসদ ও একাদশ জাতীয় সংসদ এ বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনায়নে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব নির্বাচিত হন।
ভোলা দ্বীপ (দক্ষিণ শাহবাজপুর নামেও পরিচিত) হচ্ছে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ যার আয়তন ১২২১ বর্গ কিলোমিটার। এটা বরিশাল বিভাগের অন্তর্গত ভোলা জেলার বেশীরভাগ এলাকা জুড়ে অবস্থিত।
সুপারি এবং মিষ্টির জন্য বিখ্যাত ভোলা। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কুইন আইল্যান্ড অব বাংলাদেশ খেতাবটি এই জেলার দখলেই। দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ওয়াচ টাওয়ার ভোলাতেই অবস্থিত। নদী পথে শান্তির বাহন বিলাশবহুল লঞ্চগুলো ভোলার মানুষের গর্ব।
পরবর্তীতে ৯ নম্বার সেক্টর কমান্ডার মেজর জলিল তাকে সেখানে যুদ্ধ পরিচালনার জন্য পাঠান। ভোলার বোরহানউদ্দিনে ২২ অক্টোরব ১৯৭১ সালে দেউলার যুদ্ধে সিদ্দিকের নেতৃত্বে মুক্তিবাহিনী দখদার মুক্ত করেণ। ১০ ডিসেম্বর ১৯৭১ সালে ভোলা মুক্ত হয়।
মনপুরা দ্বীপ বাংলাদেশের ভোলা জেলার একটি বিচ্ছিন্ন দ্বীপ। দ্বীপটির তিন দিকে মেঘনা নদী এবং দক্ষিণে বঙ্গোপসাগর। মনপুরা দ্বীপ বিভিন্ন কারণে বিখ্যাত। তার মধ্যে রয়েছে এটিও প্রাকৃতিক সৌন্দর্যে সজ্জিত একটি সবুজ ভূমি, হরিনের অভয়রণ্য ,সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা আর ও অনেক কিছু ।
দেশের প্রায় অর্ধ ভাগ গ্যাস সরবরাহ করা হয় ভোলা থেকে। ভোলার বিখ্যাত মহিষের দুধের টক দধি বিখ্যাত। সুপারি এবং মিষ্টির জন্য বিখ্যাত ভোলা। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কুইন আইল্যান্ড অব বাংলাদেশ খেতাবটি এই জেলার দখলেই।