মণিরামপুর উপজেলা হরিহর নদীর তীরে অবস্থিত ।
জনশ্রুতি আছে যে, রাজা সীতারাম রায়ের আইনজীবী মুনিরাম রায়ের নামানুসারে মণিরামপুর উপজেলার নামকরণ করা হয়েছিল।চাঁচড়া ব্যাসিলিকা (রাজা প্রাসাদ) এর কিছু মহিলা এখানে একটি বড় পুকুর খনন করেছিলেন যা এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটি উনবিংশ শতাব্দীর প্রথম দশকে খনন করা হয়। রাজারা ত্রিমোহনী সংযোগ সড়কে মণিরামপুর থেকে রাজগঞ্জ পর্যন্ত নয় কিলোমিটার সড়ক নির্মাণ করেন। মণিরামপুর ১৭৮৫ সাল থেকে পরিচিত। মণিরামপুরের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন মোঃ লুৎফর রহমান এবং প্রথম নির্বাহী কর্মকর্তা (টিএনও/ইউএনও) ছিলেন মোঃ এসএম মিজানুর রহমান।
যশোর জেলা খই, খেজুর গুড় ও জামতলার মিষ্টির জন্য বিখ্যাত। তাছাড়া যশোর জেলাটিকে বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয়।
যশোরের বিখ্যাত খাবার হকদানা, ছাক্কা, ডিমের খাট্টা, কাঁঠালের বিচি দিয়ে কুকড়োর (মুরগি) মাংস, চুই ঝাল খাসির মাংস যশোর অঞ্চলের শত বছরের রান্নার ইতিহাসকে সমুজ্জ্বল রেখেছে। যশোরের প্রায় সবার প্রিয় খাবার ঘাটকোল। প্রচলিত নাম ঘেঁটকচু।হকদানা, ছাক্কা, ডিমের খাট্টা, কাঁঠালের বিচি দিয়ে কুকড়োর (মুরগি) মাংস, চুই ঝাল খাসির মাংস যশোর অঞ্চলের শত বছরের রান্নার ইতিহাসকে সমুজ্জ্বল রেখেছে। যশোরের প্রায় সবার প্রিয় খাবার ঘাটকোল। প্রচলিত নাম ঘেঁটকচু।
জামতলার মিষ্টি হলো বাংলাদেশের যশোর জেলার জামতলা বাজারে উৎপন্ন একটি বিখ্যাত মিষ্টি। এটি ছানা দিয়ে তৈরি গোলাকৃতির একটি মিষ্টি যা ঘন চিনির রসে ডুবানো থাকে। এই মিষ্টি রসগোল্লার একটি প্রকরণ। এটি দেখতে কিছুটা লালচে বা বাদামী রংয়ের হয়ে থাকে। জামতলা বাজারের সাদেক আলী নামক জনৈক ব্যক্তি এই মিষ্টি তৈরি করেন বলে এটি সাদেক গোল্লা নামেও পরিচিত।
যশোর কে ফুলের রাজধানী বলা হয় কেননা যশোরের গদখালি থেকে বাংলাদেশের ৮০% ফুল সরবরাহ করা হয়। বাংলাদেশের সব থেকে বড় স্থলবন্দর বেনাপোল যশোরে অবস্থিত। যশোরে বহু ঐতিহাসিক নিদর্শন রয়েছে। ব্রিটিশ আমলে যশোর বিমানবন্দর নির্মিত হয়েছিল যা এখন আন্তর্জাতিকীকরণের কাজ চলছে।
ষোড়শ শতাব্দীর শেষ ভাগে গৌড়ের শাসনকর্তা দাউদের একজন বিশ্বস্ত সহযোগী শ্রীহরি ১৫৭৪ সালের যশোরের স্বাধীনতা ঘোষণা করেন এবং স্বাধীন যশোর রাজ্যের প্রতিষ্ঠা করেন।