The Ballpen
মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কী? - theballpen

মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কী?

29th Nov 2022 | এশিয়া মহাদেশ |

মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম " The Story of My Experiments with Truth"।

 

দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ' হলো মহাত্মা গান্ধীর আত্মজীবনী, শৈশব থেকে 1921 সাল পর্যন্ত তাঁর জীবনকে কভার করে।

এটি সাপ্তাহিক কিস্তিতে লেখা হয়েছিল এবং 1925 থেকে 1929 সাল পর্যন্ত তাঁর জার্নালে নবজীবনে প্রকাশিত হয়েছিল।

এর ইংরেজি অনুবাদও তাঁর অন্য জার্নাল 'ইয়াং ইন্ডিয়াতে' কিস্তিতে প্রকাশিত হয়েছিল।

এটি স্বামী আনন্দ এবং গান্ধীর অন্যান্য ঘনিষ্ঠ সহকর্মীদের পীড়াপীড়িতে শুরু হয়েছিল, যারা তাকে তার প্রকাশ্য প্রচারণার পটভূমি ব্যাখ্যা করতে উত্সাহিত করেছিলেন।

1998 সালে, বিশ্বব্যাপী আধ্যাত্মিক এবং ধর্মীয় কর্তৃপক্ষের একটি কমিটি দ্বারা বইটিকে "20 শতকের 100 সেরা আধ্যাত্মিক বই" হিসাবে মনোনীত করা হয়েছিল।

 





Related

ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি ও কী কী?

ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল টি

ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল:

  1. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্চ
  2. চণ্ডীগড়
  3. দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ
  4. লাক্ষাদ্বীপ
  5. পুদুচেরি
  6. জম্মু ও কাশ্মীর
  7. লাদাখ
  8. দিল্লি


Related

এশিয়া মহাদেশে আয়তন ও জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ কোনটি?

এশিয়া মহাদেশে আয়তন ও জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ চীন। 

চীন, সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী চীন বা সংক্ষেপে গণচীন, পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। ১৪৪ কোটি জনসংখ্যার দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র।

চীনের কমিউনিস্ট পার্টি দেশটি শাসন করে। বেইজিং শহর দেশটির রাজধানী।

গণচীনের শাসনের আওতায় পড়েছে ২২টি প্রদেশ, পাঁচটি স্বায়ত্বশাসিত অঞ্চল, চারটি কেন্দ্রশাসিত পৌরসভা (বেইজিং, থিয়েনচিন, সাংহাই এবং ছুংছিং), এবং দুইটি প্রায়-স্বায়ত্বশাসিত বিশেষ প্রশাসনিক অঞ্চল (হংকং এবং মাকাউ)।এছাড়াও চীন তাইওয়ানের ওপরে সার্বভৌমত্ব দাবী করে আসছে। দেশটির প্রধান প্রধান নগর অঞ্চলের মধ্যে সাংহাই, কুয়াংচৌ, বেইজিং, ছোংছিং, শেনচেন, থিয়েনচিন ও হংকং উল্লেখযোগ্য।

চীন বিশ্বের একটি বৃহৎ শক্তি এবং এশিয়ার মহাদেশের একটি প্রধান আঞ্চলিক শক্তি।



Related

পাকিস্তানের আয়তন কত?

পাকিস্তানের আয়তন ৮ লাখ, ৮১ হাজার ৯১৩ বর্গ কিলোমিটার। 

পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ। এর সবচেয়ে বড় শহরের নাম করাচি। এর ভাষা উর্দু।

পাকিস্তান,  সরকারিভাবে "ইসলামি প্রজাতন্ত্রী পাকিস্তান" দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। আয়তনের দিক থেকে ৩৩তম বৃহত্তম রাষ্ট্র।

পাকিস্তানের দক্ষিণে আরব সাগর এবং ওমান উপসাগরীয় উপকূলে ১০৪৬ কিলোমিটার (৬৫০ মাইল) উপকূল রয়েছে এবং এটি পূর্ব দিকে ভারতের দিকে, আফগানিস্তান থেকে পশ্চিমে, ইরান দক্ষিণ-পশ্চিমে এবং উত্তর-পূর্ব দিকে চীন সীমান্তে অবস্থিত। এটি উত্তর-পশ্চিমে আফগানিস্তানের ওয়াখান করিডোরের দ্বারা তাজিকিস্তান থেকে সংকীর্ণভাবে বিভক্ত এবং ওমানের সাথে সমুদ্রের সীমান্ত ভাগ করে।

  • স্বাধীনতাঃ যুক্তরাজ্য থেকে, ঘোষিত আগস্ট ১৪, ১৯৪৭ সালে (২৭ রমজান ১৩৬৬ হিজরী)।
  • ধর্মঃ ৯৬.৪৭% ইসলাম (দাপ্তরিক), ২.১৪% হিন্দুধর্ম, ১.২৭% খ্রিস্টধর্ম, ০.৯% আহমদিয়া, ০.০২% অন্যান্য।
  • পাকিস্তানি সরকারঃ  অর্ধ-রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র
  • জাতীয়তাসূচক বিশেষণঃ পাকিস্তানি
  • মুদ্রাঃ রুপি (Rs.) 


Related

জাফনা দ্বীপ কোথায় অবস্থিত?

জাফনা দ্বীপ শ্রীলংকায় অবস্থিত। 



Related

এশিয়া মহাদেশ

এক নজরে এশিয়া মহাদেশ-

  • এশিয়া মহাদেশে স্বাধীন দেশ ৪৪ টি।
  • এটি পৃথিবীর বৃহত্তম মহাদেশ। 
  • চীন এ মহাদেশের আয়তন ও জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ
  • জনসংখ্যা ও আয়তনে ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। 
  • বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর 
  • বৃহত্তম হ্রদ কাস্পিয়ান 
  • বৃহত্তম অরণ্য তৈগা
  • গভীরতম হ্রদ বৈকাল হ্রদ
  • দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং
  • বৃহত্তম সমভূমি পশ্চিম সাইবেরীয় সমভূমি 
  • সর্বশেষ স্বাধীন দেশ পূর্ব তিমুর (২০০২ সালে ইন্দোনেশিয়া থেকে)
  • বৃহত্তম উপদ্বীপ বোর্ণিও
  • সর্ব পশ্চিমের বিন্দু বেবা অন্তরীপ, তুরস্ক।

এশিয়া মহাদেশের দেশসমূহঃ

দক্ষিণ এশিয়ার দেশসমূসঃ

  1. বাংলাদেশ 
  2. ভারত 
  3. পাকিস্তান 
  4. নেপাল
  5. আফগানিস্তান 
  6. মালদ্বীপ 
  7. শ্রীলঙ্কা 
  8. ভুটান

এই ৮ টি দেশ সার্কভূক্তদেশ।

 

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহঃ

 

  1. মায়ানমার 
  2. ভিয়েতনাম 
  3. থাইল্যান্ড 
  4. সিংগাপুর
  5. কম্বোডিয়া 
  6. লাওস
  7. মালয়েশিয়া 
  8. পূর্ব তিমুর 
  9. ফিলিপাইন 
  10. ব্রুনেই 
  11. ইন্দোনেশিয়া  

মধ্য এশিয়ার দেশসমূহঃ

  1. কাজাখস্তান 
  2. কিরগিজস্তান
  3. তাজিকিস্তান 
  4. কুর্কেমেনিস্তান
  5. উউজবেকিস্থান 

দূরপ্রাচ্যর দেশসমূহঃ

  1. উত্তর কোরিয়া
  2. দক্ষিণ কোরিয়া
  3. তাইওয়ান 
  4. চীন
  5. জাপান
  6. মংগোলিয়া

দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশসমূহঃ

  1. ইরান
  2. ইরাক
  3. জর্ডান
  4. সৌদি আরব 
  5. কুয়েত
  6. বাহরাইন 
  7. ওমান
  8. কাতার 
  9. সংযুক্ত আরব আমিরাত
  10. ইয়েমেন 
  11. তুরস্ক 
  12. প্যালেস্টাইন
  13. ইসরায়েল
  14. সিরিয়া
  15. লেবানন 
  16. সাইপ্রাস 

​​​​