The Ballpen
মহাত্মা গান্ধীর বাবা মায়ের নাম কী? - theballpen

মহাত্মা গান্ধীর বাবা মায়ের নাম কী?

1st Dec 2022 | ব্যাক্তিত্ব |

মহাত্মা গান্ধীর বাবার নাম করমচাঁদ গান্ধী ও মায়ের নাম পুতলিবাই গান্ধী

 





Related

মহাত্মা গান্ধীর হত্যাকারী কে?

মহাত্মা গান্ধীর হত্যাকারীর নাম নাথুরাম গডসে। 



Related

মহাত্মা গান্ধীর সংক্ষিপ্ত জীবনী

মহাত্মা গান্ধীর সংক্ষিপ্ত জীবনী:

 ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী (Mahatma Gandhi) ছিলেন অহিংস আন্দোলনের নেতা । সশস্ত্র সংগ্রাম মহাত্মা গান্ধী  পছন্দ করতেন না। তা নেতৃত্বে ভারতে আস্তে – আস্তে স্বাধীনতা আন্দোলন দানা বেঁধে ওঠে এবং শেষ পর্যন্ত ১৯৪৭ সালে ইংরেজরা ভারত ছাড়তে বাধ্য হয় । ভারত ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট স্বাধীনতা অর্জন করে ।

অন্যান্য নাম
মহাত্মা গান্ধী, বাপুজি, গান্ধীজি

মহাত্মা গান্ধীর মায়ের নাম পুতলি বায় (Putli Gandhi), তার সম্পূর্ণ জীবন ধর্মীয় কর্মে ব্যয় করেন। বাবার নাম করমচাদ। সেই সময়ের প্রচলিত নিয়ম অনুযায়ী গান্ধীর বাবা চারটি বিবাহ করেছিলেন। করমচাঁদ গান্ধী নিজেই জানতেন না যে একসময় তার চতুর্থ স্ত্রীর ছেলে Mohandas Karamchand Gandhi ইতিহাসের পাতায় নিজের ও পরিবারের নাম উজ্জ্বল করবেন।

1887 খ্রিস্টাব্দে গান্ধীজী University of Bombay থেকে ম্যাট্রিক পরীক্ষা পাস করেন এবং ভাবনগর শ্যামল দাস কলেজে ভর্তি হন। সেখানে তিনি মাতৃভাষা গুজরাটি ছেড়ে ইংরেজি শেখে। যার জন্য তাকে অধ্যাপকদের পঠন (Lecture) বুঝতে অনেক সমস্যায় পড়তে হয়।

Gandhi ji র পরিবার তার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত ছিলেন। কারণ তিনি ডাক্তার হতে চেয়েছিল।

কিন্তু বৈষ্ণব ধর্মাবলম্বী হওয়ার জন্য তিনি ডাক্তারের কাজ করতে পারতেন না।

পরিবার থেকে তাকে বলা হয় পারিবারিক পরম্পরা অনুযায়ী তাকে গুজরাটের কোন উচ্চ দপ্তরে চাকুরীতে যোগ দিতে হবে। এর জন্য তাকে ব্যারিস্টার হতে হবে।

1888 সালের September মাসে তিনি England উদ্দেশ্যে যাত্রা করেন। ইংল্যান্ডে পৌঁছানোর দশ দিন পর তিনি Landon law College এ ভর্তি হন।

1891 সালে ইংল্যান্ড থেকে ভারত প্রত্যাবর্তনের পর তিনি ওকালতি তে নিজের জায়গা তৈরি করা শুরু করেন।

নি ভারতবর্ষে কিছুদিন ওকালতি করেন। এরপর সাউথ আফ্রিকা তে তিনি Legal Service এর এক বছরের কন্ট্রাক্ট পান।

1893 সালের April মাসে তিনি সাউথ আফ্রিকা যাত্রা করেন। সেখানে তাকে বর্ণভেদ প্রথার সম্মুখীন হতে হয়।

1893 সালের 7th June ট্রেন যাত্রার সময় তার সাথে একটি ঘটনা ঘটে। যার ফলে তার জীবনে আমূল পরিবর্তন আসে।

তিনি প্রোটেরিয়া যাচ্ছিলেন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে। কিন্তু এক ইংরেজ আপত্তি করে তার ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে চড়া নিয়ে।

গান্ধীজীর কাছে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের টিকিট ছিল।

তিনি ট্রেন থেকে নামতে অসম্মত হন। এর জন্য তাকে এক স্টেশনে ট্রেন থেকে নিচে ফেলে দেওয়া হয়।

এই অপমান গান্ধীজীর মনে গভীর দাগ কাটে। তিনি বর্ণভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেন।

Netal Indian Congress এর প্রতিষ্ঠা

1894 সালে তিনি বর্ণভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করার জন্য Netal Indian Congres এর স্থাপনা করেন।

সত্যাগ্রহ আন্দোলন 

চম্পারন আন্দোলন

খিলাফত আন্দোলন 

অসহযোগ আন্দোলন (1920) (Non Cooperation Movement)

ভারত ছাড়ো আন্দোলন (1942) (Quit India Movement)

 

খেড়া সত্যাগ্ৰহ (Kheda Movement)

 

চম্পারন আন্দোলন (Champaran Movement)

 

ডান্ডি আন্দোলন (Civil Disobedience Movement)

 

 

গান্ধীজীর বিভিন্ন উপাধি

  1. নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজী কে রাষ্ট্রপিতা বলে সম্বোধন করেন।
  2. রবীনাথ ঠাকুর মাতা গান্ধীজী কে মহাত্মা উপাধি দেন।
  3. চার্চিল (Winston Churchill, 1931) গান্ধীজীকে ফকির বলতেন।
  4. গান্ধীজিকে অর্ধনগ্ন সাধু (Half Naked Saint) বলতেন Frank Mores ।
  5. ভারত বর্ষে মহাত্মা গান্ধীকে জাতির জনক (Jatir Janak Mahatma Gandhi in Bengali) বলা হয়।

গান্ধীজী সম্পাদিত পত্র পত্রিকা

  1. Indian Opinion (1903-15) – ইংরেজি, হিন্দি, গুজরাটি ও তেলেগু ভাষায়।
  2. Harijan (হরিজন 1919-31) – ইংরেজি, গুজরাটি ও হিন্দি ভাষায়।
  3. Young India – ইংরেজি ও গুজরাটি ভাষায়।

গান্ধীজীর লেখা বই (Books Written by Mahatma Gandhi)

  • হিন্দ স্বরাজ (Hind Swaraj), 1909
  • My experiments with truth, 1927 – মহাত্মা গান্ধীর আত্ম জীবনী

প্রতি বছর 2nd October গান্ধী জয়ন্তী (Gandhi Jayanti) পালন করা হয়।

 

গান্ধীজীর মৃত্যু

1948 সালের 30th January গান্ধীজীর মৃত্যু হয়

নাথুরাম গডসে (Nathuram Godse) গান্ধীজিকে গুলি করে হত্যা করেন। তার মুখ থেকে নিঃসৃত শেষ কথাটি ছিল “হে রাম”।

দিল্লি রাজকোটে গান্ধীজিকে সমাধিস্থ করা হয়েছে।

 

নাম (Name) মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী (Mahatma Gandhi)
জন্ম (Birthday) ২ অক্টোবর ১৮৬৯ (2nd October 1869)
জন্মস্থান (Birthplace) পোরবন্দর, গুজরাট,  ব্রিটিশ ভারত
অভিভাবক (Parents)/ পিতা ও মাতা করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী (বাবা)

পুতলিবাই গান্ধী (মা)

জাতীয়তা ভারতীয়
অন্যান্য নাম মহাত্মা গান্ধী, বাপুজি, গান্ধীজি
শিক্ষা ইউনিভার্সিটি কলেজ লন্ডন
পেশা (Occupation) উকিল, রাজনীতিবিদ, আন্দোলনকারী, লেখক
কর্মজীবন  ১৮৯৩–১৯৪৮
পরিচিতির কারণ ভারতীয় স্বাধীনতা আন্দোলন

অহিংস আন্দোলন

রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস
দাম্পত্য সঙ্গী  কস্তুরবা গান্ধী 
সন্তান
  • হরিলাল
  • মনিলাল
  • রামদাস
  • দেবদাস
মৃত্যু (Death) ৩০ জানুয়ারি ১৯৪৮ (30th January 1948)

 

 



Related

মহাত্মা গান্ধীর পিতার নাম কী?

মহাত্মা গান্ধীর পিতার নাম করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী। 



Related

মহাত্মা গান্ধীর স্ত্রীর নাম কী?

মহাত্মা গান্ধীর স্ত্রীর নাম কস্তুরবা গান্ধী (বি. ১৮৮৩; মৃ. ১৯৪৪)।



Related

মহাত্মা গান্ধীর প্রকৃত নাম কী?

মহাত্মা গান্ধীর প্রকৃত নাম করম চাঁদ মোহন দাস গান্ধী।