মাটিরাঙ্গা ও গুইমারা প্রেসক্লাবের সংবাদিক/সংবাদ কর্মীদের নাম ঠিকানা ও মোবাইল নাম্বার
ক্রঃ নং |
নাম/পদবী |
ঠিকানা |
পত্রিকার নাম |
মোবাইল |
০১ |
এম.এম. জাহাঙ্গীর আলম, সভাপতি, মাটিরাঙ্গা প্রেসক্লাব |
মাটিরাঙ্গা |
The Bangladesh Today |
০১৫৫৭২৮৬৮০৪ |
০২ | মুজিবুর রহমান ভূইয়া, সাধারন সম্পাদক | মাটিরাঙ্গা | দৈনিক ইনকিলাব |
০১৫৫৮৫৭২৯৪৭, ০১৮৪৬৫৩৩৩৬৩ |
০৩ | মোঃ জসীম উদ্দিন জয়নাল | মাটিরাঙ্গা | দৈনিক মানব কষ্ঠ, যমুনা নিউজ 24.com | ০১৭৯৪২০৮১৬১ |
০৪ | অন্তর মাহমুদ | মাটিরাঙ্গা | দৈনিক ভোরের কাগজ, দৈনিক অরণ্যবার্তা | ০১৫৫৩৬৯২১৯৬ |
০৫ | সাগর চক্রবর্তী কমল | মাটিরাঙ্গা | দৈনিক সুপ্রভাত, পাহাড়া ২৪ ডটকম | ০১৫৫৩৭৬৮০৬০ |
০৬ | কমল কৃঞ্চ দে | মাটিরাঙ্গা | দৈনিক ভোরের ডাক | ০১৫৫৬৬২৭৮৮১ |
০৭ | মুহাম্মদ আবদুল আলী, সভাপতি, গুইমারা প্রেসক্লাব | গুইমারা | দৈনিক সংগ্রাম, বিজয় টেলিভিশন | ০১৮১২৮২৯৫১২, ০১৫৫২৭১৮০১০ |
০৮ | এম. সাইফুর রহমান, সভাপতি, গুইমারা সাংবাদিক ফোরাম | গুইমারা | দৈনিক পূব দেশ | ০১৮২০০৩৯২০০ |
০৯ | মোঃ শাহ আলম, সাধারন সম্পাদক, গুইমারা সাংবাদিক ফোরাম | গুইমারা | দৈনিক পূব কোন | ০১৫৫৬৭৭৩১১৫ |
১০ | মোঃ মনির হোসেন, গুইমারা সাংবাদিক ফোরাম | গুইমারা | দৈনিক পূব দেশ | ০১৮৩২১৬০০০৬ |
১১ | আল মামুন, সাংগঠনিক সম্পাদক, গুইমারা প্রেস ক্লাব | গুইমারা | দৈনিক আজকালের খবর | ০১৮৩৮৪৯৯৯৯৯ |
১২ | আনোয়ার হোসেন, সহ-সভাপতি, গুইমারা | গুইমারা | দৈনিক খবর পত্র, আমাদের সময়.কম | ০১৮৬৫২৩৫৩৬০, ০১৮২৭১৯৫৪৩১ |
১৩ | মোঃ ইউসুফ পাটোয়ারী | গুইমারা | Earthnews24.com | ০১৭১৩৬২৭৮৯২ |
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী খাগড়াছড়ি জেলার মোট জনসংখ্যা ৫,২৫,৬৬৪ জন। এর মধ্যে পুরুষ ২,৭৭,৬১৪ জন এবং মহিলা ২,৪৮,৩৫০ জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১৯৫ জন।
খাগড়াছড়ির ধর্মবিশ্বাস-২০১১
ইসলাম (৪৫.৭১%)
বৌদ্ধ (৩৯.২৮%)
হিন্দু ধর্ম (১৪.২৪%)
খ্রিস্ট ধর্ম (০.৭৭%)
ধর্মবিশ্বাস অনুসারে এ জেলার মোট জনসংখ্যার ৪৫.৭১% মুসলিম, ১৪.২৪% হিন্দু, ৩৯.২৮% বৌদ্ধ এবং ০.৭৭% খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী। এ জেলায় বাঙালী জনসাধারণের পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা প্রভৃতি আদিবাসী ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বসবাস রয়েছে।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২২°৩৮´ থেকে ২৩°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৪´ থেকে ৯২°১১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে খাগড়াছড়ি জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ২৭০ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১১১ কিলোমিটার। এ জেলার পূর্বে রাঙ্গামাটি জেলা, দক্ষিণে রাঙ্গামাটি জেলা ও চট্টগ্রাম জেলা, পশ্চিমে চট্টগ্রাম জেলা ও ভারতের ত্রিপুরা প্রদেশ এবং উত্তরে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
খাগড়াছড়ি একটি নদীর নাম। নদীর পাড়ে খাগড়া বন থাকায় পরবর্তী কালে তা পরিষ্কার করে জনবসতি গড়ে উঠে, ফলে তখন থেকেই এটি খাগড়াছড়ি নামে পরিচিতি লাভ করে।
১৮৬০ সালের ২০ জুন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই তিন পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি হয়। জেলা সৃষ্টির পূর্বে এর নাম ছিল কার্পাস মহল। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে ১৯৮১ সালে বান্দরবান এবং ১৯৮৩ সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি করা হয়।