মৌলভীবাজার জেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহ কী কী?
29th Dec 2022 | মৌলভীবাজার জেলা |
শিক্ষা প্রতিষ্ঠান :
- কলেজ ২৪,
- মাধ্যমিক বিদ্যালয় ১৫৮,
- প্রাথমিক বিদ্যালয় ১১০৩,
- সমবায় ইন্সটিটিউট ১,
- যুব প্রশিক্ষণ কেন্দ্র ১,
- নার্সিং ইন্সটিটিউট ১,
- ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট ১,
- চা গবেষণা ইন্সটিটিউট ১,
- উদ্যানতত্ত্ব ও গবেষণা কেন্দ্র ইন্সটিটিউট ১,
- প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউট ১,
- অন্ধকল্যাণ প্রশিক্ষণ কেন্দ্র ১,
- মাদ্রাসা ১০৮।
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান:
- মৌলভীবাজার সরকারি কলেজ (১৯৫৬),
- মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ (১৯৮৫),
- আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ (২০০০),
- শ্রীমঙ্গল সরকারী কলেজ, রাজনগর ডিগ্রি কলেজ (১৯৭৩),
- মৌলানা মুফাজ্জল হোসেন মহিলা কলেজ (১৯৯৪),
- তৈয়বুন্নেছা খানম একাডেমী ডিগ্রি কলেজ (১৯৯৪),
- জগৎসী গোপাল কৃষ্ণ এম সাইফুর রহমান স্কুল এন্ড কলেজ (১৯১৫),
- মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় (১৮৯১),
- রাজনগর পোর্টিয়াস উচ্চবিদ্যালয় (১৮৯৩),
- কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় (১৮৯৫),
- দশরথ বহুপাক্ষিক উচ্চ বিদ্যালয় (১৮৯৬),
- কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় (১৯১৭),
- বিটি আর আই হাইস্কুল এন্ড কলেজ,
- দি বাড্স রেসিডেন্সিয়াল মডেল হাইস্কুল এন্ড কলেজ,
- ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় (১৯২৪),
- শমসেরনগর এএটিএম উচ্চ বিদ্যালয় (১৯২৯),
- আলী আমজাদ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৩২),
- এমএ ওহাব উচ্চ বিদ্যালয় (১৯৩৩),
- কমলগঞ্জ উচ্চ বিদ্যালয় (১৯৩৪),
- তেঁতইগাঁও রশিদউদ্দিন উচ্চ বিদ্যালয় (১৯৫৪),
- দয়াময়সিংহ উচ্চ বিদ্যালয় (১৯৭৩),
- হাজী উস্তওয়ার উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৮৩),
- আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয় (১৯৮৫),
- জুড়ী উচ্চ বিদ্যালয় (১৯৯৪),
- সুজা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় (১৯৯৪),
- একাসন্তোষ সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৮৮০),
- ডোবারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৮৮২),
- চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯২৪),
- বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৩০),
- চন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয় (১৯৩৪),
- শমসেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৪৬),
- রানীরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৫৩),
- রাজদিঘিরপার প্রাথমিক বিদ্যালয় (১৯৭২),
- তেঁতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৭৮),
- উত্তরসুর কুলচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়,
- ঘড়গাঁও হেদায়েতুল ইসলাম টাইটেল মাদ্রাসা (১৯২৬),
- নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা (১৯৫৮),
- রাজনগর ডিএস ফাজিল মাদ্রাসা (১৯৭৩),
- দারুল উলুম মাদ্রাসা।
Related
জৈন্তাপুর উপজেলায় নদ-নদী সমূহ কী কী?
পাহাড়-টিলায় বেস্টিত জৈন্তাপুর উপজেলা সারী নদী এবং বরগাং উল্লেখযোগ্য দুটি নদী। এছাড়াও জৈন্তাপুর উপজেলাধীন হরিপুর এ কাপনা নদী অবস্থিত। সারী নদীর অপার সৈন্দর্য্য দেখতে প্রতিদিন হাজারও দর্শক সারীঘাট নামক এলাকায় ভীড় জমান।
Related
শ্রীমঙ্গল কিসের জন্য বিখ্যাত
চা শিল্পের জন্য শ্রীমঙ্গলের সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপী। ৪২৫ দশমিক ১৫ বর্গকিলোমিটার আয়তনের এ জনপদের সাথে রেল ও সড়কপথে যোগাযোগ রয়েছে সারাদেশের। চা, রাবার, লেবু, পান, আনারস ও মূল্যবান কাঠের জন্য শ্রীমঙ্গলের খ্যাতি ব্যাপক। দেশি-বিদেশি পর্যটকের পদভারে সারাবছর মুখরিত থাকে।
Related
কুলাউড়া কিসের জন্য বিখ্যাত
কুলাউড়া, চা শিল্পের জন্য বিখ্যাত। মৌলভীবাজার জেলায় চা বাগানের সংখ্যা অনুপাতে শ্রীমঙ্গল উপজেলার পরে কুলাউড়ার অবস্থান। কুলাউড়ায় রাবার, কমলা, আনারস, আম, কাঁঠাল এবং বাঁশ উৎপাদিত হয়।
Related
কুলাউড়া উপজেলায় হানাদার বাহিনী কত তারিখে প্রবেশ করে?
কুলাউড়ায় পাক বাহিনীর প্রবেশ ও নির্মম গণহত্যা: সারা বাংলায় পাকিস্তানি সামরিক জান্তারা অত্যাচার নিপীড়ন শুরু করলেও কুলাউড়া থানায় তারা প্রথম আসে ৭ মে ১৯৭১ সালে। পাকিস্তানি সৈন্যেরা মৌলভীবাজার থেকে কুলাউড়া প্রবেশ পথে কাপুয়া ব্রিজের কাছাকাছি আসলে তাদের গতিরোধ করতে অকুতোভয় বীর সৈনিক জয়চন্ডী