যশোর জেলায় বিখ্যাত ব্যক্তিবর্গ কারা?
15th Dec 2022 | যশোর জেলা |
যশোর জেলায় বিখ্যাত ব্যক্তিবর্গ :
- আনোয়ারা সৈয়দ হক
- কেরামত মওলা
- ফারজানা রিক্তা
- হামিদা রহমান
- হাজারীলাল তরফদার
- রশিদ আলী
- নীলরতন ধর
- মনোজ বসু
- মোহাম্মদ মনিরুজ্জামান
- মায়া ঘোষ
- শামসুদ্দিন টগর
- শেখ আকিজ উদ্দীন
- ননীগোপাল চক্রবর্তী
- ধীরাজ ভট্টাচার্য
- গণেশ ঘোষ
- গোপালদাস মজুমদার
- মেহেরুল্লাহ মুন্সী (বৃটিশদের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার বীর)[৭]
- সনাতন গোস্বামী(১৪৮০-১৫৫৮)
- রূপ গোস্বামী (১৪৮৯-১৫৫৮)[৮][৯][১০]
- মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) - ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকার;
- কিরণচন্দ্র মুখোপাধ্যায় (১৮৯৩-১২ ডিসেম্বর ১৯৫৪) - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী;
- ফররুখ আহমদ (১০ জুন ১৯১৮ - ১৯ অক্টোবর ১৯৭৪) - মুসলিম রেনেসাঁর কবি;
- সরোজ দত্ত – ভারতীয় বাঙালি বামপন্থী রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী
- গোলাম মোস্তফা (১৮৯৭-১৯৬৪) - মুসলিম রেঁনেসার কবি;
- আবুল হোসেন (১৫ আগস্ট ১৯২২ - ২৯ জুন ২০১৪) - কবি;
- ড. মোহাম্মদ লুৎফর রহমান (১৮৯৭-১৯৩৬) - প্রখ্যাত সাহিত্যিক ও মানবতাবাদী;
- বাঘা যতীন - ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী;
- ইলা মিত্র (১৮ অক্টোবর ১৯২৫ - ১৩ অক্টোবর ২০০২) - বিপ্লবী এবং সংগ্রামী কৃষক নেতা;
- রাধাগোবিন্দ চন্দ্র (১৬ই জুলাই ১৮৭৮ - ৩রা এপ্রিল ১৯৭৫) - জ্যোতির্বিজ্ঞানী
- রাজা প্রতাপাদিত্য
- কোহিনূর আক্তার সুচন্দা - অভিনেত্ৰী
- ফরিদা আক্তার ববিতা - অভিনেত্ৰী
- গুলশান আরা চম্পা - অভিনেত্ৰী
- রিয়াজ
- শাবনূর- অভিনেত্ৰী।
- শাহ মোহাম্মদ ফারুক:বৈজ্ঞানিক।
- শফিকুর রহমান
- এস এম আরিফ-উর-রহমান
- এএফএম মহিতুল ইসলাম
- দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় - শিশুসাহিত্যিক ও সম্পাদক
- অবনীভূষণ চট্টোপাধ্যায় - গণিতজ্ঞ ও লেখক
- হাসিবুর রেজা কল্লোল - চলচ্চিত্র পরিচালক
- ইকবাল কাদির - গ্রামীণফোনের প্রতিষ্ঠাতা
- রসিকলাল চক্রবর্তী - সাধক সঙ্গীতজ্ঞ
- বিপ্লবী হেমন্ত সরকার
- অরুণ মিত্র
- আকরাম আহমেদ
- আহমদ আলী এনায়েতপুরী
- আব্দুল্লাহ আল মামুন (ক্রিকেটার, জন্ম ১৯৯০)
- অমিত কুমার নয়ন
- সরলা বসু
- অরুণাচল বসু
- তরিকুল ইসলাম
- শিশির কুমার ঘোষ
- কাজী কামরুল হাসান
- কাজী হাসান হাবিব
- খালেদুর রহমান টিটো
- আলী কদর
- আলী রেজা রাজু
- শেখ আফিল উদ্দিন
- শেখ আব্দুল ওহাব
- রওশন আলী
- স্বপন ভট্টাচার্য্য
- পীযুষ কান্তি ভট্টাচার্য্য
- ইসমত আরা সাদেক
- আবু শারাফ হিজবুল কাদের সাদেক
Related
যশোর জেলা কিসের জন্য বিখ্যাত?
যশোর জেলা খই, খেজুর গুড় ও জামতলার মিষ্টির জন্য বিখ্যাত। তাছাড়া যশোর জেলাটিকে বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয়।
Related
যশোর কোন খাবারের জন্য বিখ্যাত
যশোরের বিখ্যাত খাবার হকদানা, ছাক্কা, ডিমের খাট্টা, কাঁঠালের বিচি দিয়ে কুকড়োর (মুরগি) মাংস, চুই ঝাল খাসির মাংস যশোর অঞ্চলের শত বছরের রান্নার ইতিহাসকে সমুজ্জ্বল রেখেছে। যশোরের প্রায় সবার প্রিয় খাবার ঘাটকোল। প্রচলিত নাম ঘেঁটকচু।হকদানা, ছাক্কা, ডিমের খাট্টা, কাঁঠালের বিচি দিয়ে কুকড়োর (মুরগি) মাংস, চুই ঝাল খাসির মাংস যশোর অঞ্চলের শত বছরের রান্নার ইতিহাসকে সমুজ্জ্বল রেখেছে। যশোরের প্রায় সবার প্রিয় খাবার ঘাটকোল। প্রচলিত নাম ঘেঁটকচু।
Related
যশোরের বিখ্যাত মিষ্টি কী?
জামতলার মিষ্টি হলো বাংলাদেশের যশোর জেলার জামতলা বাজারে উৎপন্ন একটি বিখ্যাত মিষ্টি। এটি ছানা দিয়ে তৈরি গোলাকৃতির একটি মিষ্টি যা ঘন চিনির রসে ডুবানো থাকে। এই মিষ্টি রসগোল্লার একটি প্রকরণ। এটি দেখতে কিছুটা লালচে বা বাদামী রংয়ের হয়ে থাকে। জামতলা বাজারের সাদেক আলী নামক জনৈক ব্যক্তি এই মিষ্টি তৈরি করেন বলে এটি সাদেক গোল্লা নামেও পরিচিত।
Related
যশোর কে কি বলা হয়?
যশোর কে ফুলের রাজধানী বলা হয় কেননা যশোরের গদখালি থেকে বাংলাদেশের ৮০% ফুল সরবরাহ করা হয়। বাংলাদেশের সব থেকে বড় স্থলবন্দর বেনাপোল যশোরে অবস্থিত। যশোরে বহু ঐতিহাসিক নিদর্শন রয়েছে। ব্রিটিশ আমলে যশোর বিমানবন্দর নির্মিত হয়েছিল যা এখন আন্তর্জাতিকীকরণের কাজ চলছে।
Related
যশোর জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়?
ষোড়শ শতাব্দীর শেষ ভাগে গৌড়ের শাসনকর্তা দাউদের একজন বিশ্বস্ত সহযোগী শ্রীহরি ১৫৭৪ সালের যশোরের স্বাধীনতা ঘোষণা করেন এবং স্বাধীন যশোর রাজ্যের প্রতিষ্ঠা করেন।